Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শিলিগুড়ি থেকে নিউ আলিপুরদুয়ারের একাধিক ট্রেনের সময় বদল, দেখে নিন পুরো তালিকা

আপনার যদি এই মুহূর্তে উত্তরবঙ্গ যাবার কোন পরিকল্পনা থাকে তাহলে আপনার প্ল্যান আপনাকে পরিবর্তন করতে হতে পারে। কারণ শিলিগুড়ি থেকে নিউ আলিপুরদুয়ারের একাধিক ট্রেনের সময় বদল করা হয়েছে ভারতীয় রেলের…

Avatar

আপনার যদি এই মুহূর্তে উত্তরবঙ্গ যাবার কোন পরিকল্পনা থাকে তাহলে আপনার প্ল্যান আপনাকে পরিবর্তন করতে হতে পারে। কারণ শিলিগুড়ি থেকে নিউ আলিপুরদুয়ারের একাধিক ট্রেনের সময় বদল করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি সংশ্লিষ্ট সেকশনে ডাবল লাইন চালু করার জন্য রঙ্গিয়া ডিভিশনের চাংসারী এবং আগিয়াখুড়ি স্টেশনে প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং এর কাজ চলছে। এর কারণেই বেশকিছু ট্রেনের পরিষেবা বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই তালিকাটা।

১. ১৭ থেকে ২৬ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত এই লাইনে ট্রেন নং. ০৫৮০৯ (নিউ বঙাইগাঁও-গুয়াহাটি) প্যাসেঞ্জার, ট্রেন নং. ০৫৮০৩ (নিউ বঙাইগাঁও-গুয়াহাটি) প্যাসেঞ্জার, ট্রেন নং. ১৫৭৫৩/১৫৭৫৪ (আলিপুরদুয়ার জং.-গুয়াহাটি-আলিপুরদুয়ার জং.) শিফুং এক্সপ্রেস, ট্রেন নং. ১৫৭৬৯/১৫৭৭০ (আলিপুরদুয়ার জং.-লামডিং-আলিপুরদুয়ার জং.) ইন্টারসিটি এক্সপ্রেস, ট্রেন নং. ০৫০২০ (গুয়াহাটি-মেন্দিপথার) স্পেশ্যাল এবং ১৫৬০২নং. (গুয়াহাটি-ধুবড়ি) এক্সপ্রেস বাতিল থাকবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২. ১৮ থেকে ২৭ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত এই লাইনে ট্রেন নং. ০৫৮১০ (গুয়াহাটি-নিউ বঙাইগাঁও) প্যাসেঞ্জার, ট্রেন নং. ০৫৮০৪ (গুয়াহাটি-নিউ বঙাইগাঁও) প্যাসেঞ্জার, ট্রেন নং. ০৫০১৯ (মেন্দিপথার-গুয়াহাটি) স্পেশ্যাল এবং ট্রেন নং. ১৫৬০১ (ধুবড়ি-গুয়াহাটি) এক্সপ্রেস বাতিল থাকবে।

৩. ১৭, ১৯, ২২ এবং ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখ অবধি ট্রেন নং. ১৫৪১৭ (আলিপুরদুয়ার জং.-শিলঘাট টাউন) রাজ্যরানি এক্সপ্রেস এবং ১৮, ২০, ২৩ এবং ২৫ ডিসেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৪১৮ (শিলঘাট টাউন-আলিপুরদুয়ার জং.) রাজ্যরানি এক্সপ্রেস বাতিল থাকবে।

৪. ১৮, ২০, ২৫ এবং ২৭ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত ট্রেন নং. ০৫৬০৮ (গুয়াহাটি-মেন্দিপথার) প্যাসেঞ্জার এবং ১৯, ২১, ২৬ এবং ২৮ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৬০৭ (মেন্দিপথার-গুয়াহাটি) প্যাসেঞ্জার বাতিল থাকবে।

৫. ১৮, ১৯, ২২, ২৫ এবং ২৬ ডিসেম্বর, ২০২৩ তারিখ অবধি এই লাইনে ট্রেন নং. ১২০৮৭ (নাহরলগুন-গুয়াহাটি) শতাব্দী এক্সপ্রেস এবং ১৮, ২১, ২৪ এবং ২৫ ডিসেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২০৮৮ (গুয়াহাটি-নাহরলগুন) শতাব্দী এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

৬. ২০ থেকে ২৫ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত ট্রেন নং. ২২২২৭/২২২২৮ (নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি)বন্দে ভারত এক্সপ্রেস বাতিল করেছে ভারতীয় তেল।

৭. ২০, ২৩ ও ২৭ ডিসেম্বর, ২০২৩ তারিখ অবধি ট্রেন নং. ১৫৮৮৮/১৫৮৮৭ (গুয়াহাটি-বদরপুর জং.-গুয়াহাটি) এক্সপ্রেস বাতিল রয়েছে ঘোষণা অনুযায়ী।

৮. ২২ থেকে ২৭ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত ট্রেন নং. ১৫৬১৪ (মুর্কংসেলেক-গুয়াহাটি) এক্সপ্রেস এবং ২১ থেকে ২৬ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬১৩ (গুয়াহাটি-মুর্কংসেলেক) এক্সপ্রেস বাতিল রয়েছে।

৯. ২২ থেকে ২৬ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৮১৮ (নাহরলগুন-শখুভি) দোনি পোলো এক্সপ্রেস এবং ২৩ থেকে ২৭ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৮১৭ (শখুভি-নাহরলগুন) দোনি পোলো এক্সপ্রেস বাতিল থাকবে।

কোন কোন ট্রেনের রুট পরিবর্তন হচ্ছে?

১. ১৭, ২০, ২২ ও ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখে ১৫৬১২ (শিলচর-রঙিয়া) এক্সপ্রেস ট্রেনটির চলাচল গুয়াহাটিতে থামিয়ে দেওয়া হবে এবং ১৮, ২১, ২৩ ও ২৫ ডিসেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬১১ (রঙিয়া-শিলচর) এক্সপ্রেস ট্রেনটির চলাচল গুয়াহাটি থেকে হবে। অর্থাৎ, এই কয়েকদিনের জন্য এই ট্রেনের পরিষেবা গুয়াহাটি ও রঙিয়ার মধ্যে বাতিল থাকবে।

২. ২০ থেকে ২৬ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত ট্রেন নং. ১৫৮১৬/১৫৮১৫ (ডেকারগাঁও-গুয়াহাটি-ডেকারগাঁও) এক্সপ্রেস ট্রেনটির চলাচল রঙিয়ায় থামানো হবে। এরপর এই ট্রেন চালানো হবেনা।

৩. ২১, ২২ ও ২৫ ডিসেম্বর, ২০২৩ তারিখে ট্রেন নং. ১৫৯৬৮ (লিডু-রঙিয়া) এক্সপ্রেস ট্রেনটির চলাচল গুয়াহাটিতে শেষ হবে এবং ২০, ২১, ও ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখে ট্রেন নং. ১৫৯৬৭ (রঙিয়া-লিডু) এক্সপ্রেস ট্রেনটির চলাচল গুয়াহাটি থেকে শুরু হবে। এই ট্রেনের পরিষেবা গুয়াহাটি ও রঙিয়ার মধ্যে বাতিল থাকবে।

৪. ২০, ২৩, ২৪ ও ২৬ ডিসেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯২৮ (নিউ তিনসুকিয়া-রঙিয়া) এক্সপ্রেস ট্রেন গুয়াহাটি অবধি চলবে এবং ২২, ২৩, ২৫ ও ২৬ ডিসেম্বর, ২০২৩ তারিখে ট্রেন নং. ১৫৯২৭ (রঙিয়া-নিউ তিনসুকিয়া) এক্সপ্রেস ট্রেনটি গুয়াহাটি থেকে শুরু হবে। এই ট্রেনের পরিষেবা গুয়াহাটি ও রঙিয়ার মধ্যে কিছু দিনের জন্য বাতিল থাকবে।

About Author