বিনোদন জগত থেকে দু’হাত দূরত্ব বজায় রেখে চলেন টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ। যদিও সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। হামেশাই নিত্যনতুন ছবি পোস্ট করে নজর কাড়েন নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় এবারে ভাইরাল হলো তার কিছু নতুন ছবি ও ভিডিও।
ভাইরাল হলো টাইগারের বোনের নিউ লুক
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি কিছু নতুন ছবি ও ভিডিওর মাধ্যমে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে তাকে দেখা গিয়েছিল একেবারেই সাহসী একটি পোশাক পরে দর্শকদের নজর কাড়তে। সোশ্যাল মিডিয়ায় তার একটা পরিচিতি রয়েছে এবং সেই কারণে তাকে কোথাও দেখা গেলেই একেবারে ভির লেগে যায় ছবি শিকারিদের। সেরকমই হলো এবারেও।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদর্শকদের কমেন্ট একেবারেই নজরকাড়া
এই অনুষ্ঠানে তাকে দেখা গিয়েছিল একটি বাদামি রঙের একটি ক্রপ টপ ও এবং একটি কালো রংয়ের মিনি স্কার্ট পরে। তার স্টাইল দেখে সবাই বেশ আনন্দিত হয়েছেন। এই ছবি দেখে দর্শকদের নানা রকমের মন্তব্য আসছে। এখনো অবধি ১১ হাজারের বেশি মানুষ এই ভিডিওতে লাইক করেছেন। তার সাথে সাথেই রয়েছে ৫০০ এর বেশি মানুষের কমেন্ট। কয়েকজন তার সৌন্দর্য্যের এবং তার স্টাইলের প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী বললেন, চোখ ফেরানো যাচ্ছেনা তো। কয়েকজন ব্যবহারকারী বর্তমান ট্রেণ্ডিং হুসন তেরা তৌবা তৌবা গানের কিছু লাইন কমেন্টে লিখে তার সৌন্দর্য্যের প্রশংসা করেছেন। আবার কয়েকজন তার চেহারা নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। সব মিলিয়ে এখন এই ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে বলা চলে।
View this post on Instagram