Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘কৃষ্ণকলি’র স্বপ্ন পূরণের পথে, লাল রঙের লং কুর্ততে ভাইরাল হল তিয়াসার ছবি

সম্প্রতি ‘কৃষ্ণকলি’ অভিনেত্রী তিয়াসা রায় নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ফটো শেয়ার করে লিখেছেন, সূর্যাস্তের আলোয় মানুষ বুঝতে পারে, সে স্বপ্ন পূরণের কতটা কাছাকাছি। ছবিতে তিয়াসার পরনে রয়েছে নীল জিনসের উপর…

Avatar

সম্প্রতি ‘কৃষ্ণকলি’ অভিনেত্রী তিয়াসা রায় নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ফটো শেয়ার করে লিখেছেন, সূর্যাস্তের আলোয় মানুষ বুঝতে পারে, সে স্বপ্ন পূরণের কতটা কাছাকাছি। ছবিতে তিয়াসার পরনে রয়েছে নীল জিনসের উপর লাল রঙের লং কুর্তি ও পায়ে সাদা স্নিকার্স। তিয়াসার এই ছবিটি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। ইদানিং তিয়াসা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মজাদার ভিডিও ও ফটো শেয়ার করেন।

জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কৃষ্ণকলি’র মুখ্য চরিত্র শ্যামার ভূমিকায় অভিনয় করছেন তিয়াসা এবং তাঁর স্বামী নিখিলের চরিত্রে অভিনয় করছেন নীল ভট্টাচার্য। কিছুদিন আগে পর্যন্ত দর্শক সন্ধ্যা হলেই ‘কৃষ্ণকলি’র অপেক্ষায় বসে থাকতেন। কিন্তু ইদানিং দুর্বল চিত্রনাট্যের কারণে সিরিয়ালটি দর্শকদের অপছন্দের তালিকায় স্থান পেয়েছে। অন্যান্য সমস্ত সিরিয়ালের মত এই সিরিয়ালটিতেও একজন স্বামীর দুই স্ত্রী কনসেপ্ট ও ষড়যন্ত্র-তত্ত্ব ব্যবহার করা শুরু হয়েছে। ফলে দর্শকরা সোশ্যাল মিডিয়ায় রীতিমত কমেন্ট করে জানিয়েছিলেন, তাঁরা এই সিরিয়ালের মহাসমাপ্তি পর্ব দেখতে চান। ফলে যে ‘কৃষ্ণকলি’ একসময় টিআরপি রেটিংয়ে উপরে ছিল, তা কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে। ফলে চ্যানেল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ‘কৃষ্ণকলি’ নিতে চলেছে 18 বছরের লিপ। সিরিয়ালের কাহিনীতে 18 বছর পরে হতে চলেছে কিছু নতুন এন্ট্রি। নিখিল ও শ্যামার মেয়ে আসতে চলেছে ‘কৃষ্ণকলি’তে। সে শ্যামার মতোই গান গায়, দেখতেও শ্যামার মতো। শ্যামার মেয়ের চরিত্রেও অভিনয় করছেন তিয়াসা। আম্রপালীর চক্রান্তের ফলে অ্যাক্সিডেন্ট হয়েছে শ্যামার। সে বারাণসীতে রয়েছে। কিন্তু পূর্বের কোনো স্মৃতি তার মনে নেই। এদিকে শ্যামাকে হারিয়ে নিখিল ডুবে গেছে মদের নেশায়। তার জীবনে এসেছে এক নতুন নারী। এই মুহূর্তে ‘কৃষ্ণকলি’র টিআরপি বাড়িয়ে তুলতে এই লিপ-ই এখন ভরসা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘কৃষ্ণকলি’ সিরিয়ালে নিখিল-শ্যামার অনস্ক্রিন রসায়ন বরাবর চর্চার বিষয় হয়ে উঠেছে নেটিজেনদের কাছে। কিন্তু তিয়াসা তাঁর অফস্ক্রিন স্বামী সুবান রায়ের সঙ্গে বেশি স্বচ্ছন্দ। কিছুদিন আগে তিয়াসা ও সুবান নিজেদের বিবাহবার্ষিকী পালন করেছেন। এই বিবাহবার্ষিকীর থিম রং ছিল নীল। তিয়াসা নীল রঙের শাড়ি পরেছিলেন ও খোঁপায় দিয়েছিলেন নীল রঙের ফুল। সুবান পরেছিলেন নীল রঙের পাঞ্জাবি। নীল রঙের কেক কেটে, ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়ে ছবি তোলেন তিয়াসা ও সুবান। অথচ কিছুদিন আগে সুবানের বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ তুলে গোবরডাঙা থানায় এফআইআর করতে গিয়েছিলেন তিয়াসা। পরে সুবান এসে মিটমাট করে তিয়াসাকে ফিরিয়ে নিয়ে আসেন। সুবানের অভিযোগ, তিয়াসার মা তিয়াসাকে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সম্পর্ক রাখতে দিতে চান না। কারণ তিয়াসা এখন বিখ্যাত নায়িকা। তবে তিয়াসার হাবভাব দেখে মনে হচ্ছে, জোড়াতালি দিয়ে হলেও তিনি তাঁর সংসারকে টিকিয়ে রাখতে চান।

About Author