আর কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের এই জেলাগুলিতে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা

ফের রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার সন্ধ্যের পর বাংলার একাধিক জেলাতে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি। এদিকে রাজ্যে এই সপ্তাহে হতে পারে কালবৈশাখী। উত্তরবঙ্গে ভারী থেকে অতি…

Avatar

ফের রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার সন্ধ্যের পর বাংলার একাধিক জেলাতে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি। এদিকে রাজ্যে এই সপ্তাহে হতে পারে কালবৈশাখী। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গে বাড়ছে কালবৈশাখীর প্রভাব। রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা বাড়তে পারে। তবে কোথায় কখন বৃষ্টি হবে সেটা এখন বলেনি আবহাওয়া দফতর। আবহবিদ জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম দিক থেকে জোরে দমকা বাতাস আগামী কয়েক দিন বজায় থাকবে। এতে বৃষ্টিপাত মূলত উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতেই হবে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে মালদহ, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সাথে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে সোমবার বীরভূম ও মালদহ জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে। মালদহে আমের বিপুল ক্ষতি হয়েছে। বীরভূমের সিউড়িতে ঝড়ের দাপটে বিদ্যুতের খুঁটি ভেঙেছে। কয়েকটি বাড়ির চাল উড়ে গিয়েছে। অনেক গ্রামে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়েছে।