ভ্রমণ পিপাসু মনামী বারবার ছুটে যান হয় পাহাড়ে নয় সমুদ্রে। সিনেমা হোক বা সিরিয়াল শ্যুটিং শেষে অভিনেত্রী বেড়িয়ে যান ভালবাসার সন্ধানে। কিছুদিন আগেই ঘুরে এলেন দার্জিলিং থেকে। সেখানে বেড়াতে গিয়ে মনামী জানিয়েছিলেন তাঁর বয়স না বাড়ার রহস্য। নির্ভেজাল ভ্রমণেই নাকি তারুণ্য ধরে রাখা সম্ভব হয়। তবে এবারে মনামী কিছু পুরনো স্মৃতি উল্টে পালটে দেখলেন। থাইল্যান্ড ভ্রমনের কিছু মুহূর্ত শেয়ার করলেন অভিনেত্রী তাঁর ইন্সটাগ্রামের পেজে। ক্যাপশনে লিখেছেন, Throwback thailand। সেখানে গিয়ে ফল কিনছেন ছিমছাম সুন্দরী মনামী। অভিনেত্রীর মা নাকি ফোন করে জানিয়েছেন থাইল্যান্ডের ফল খেতে রোজ।। চলুন দেখি মনামী আমাদের কি বলছেন আর নিজে কোন ফ্রুট জ্যুস কিনলেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবুঝতেই পারছেন যে এই বয়সেও এত গ্ল্যামার আসে কোথা থেকে… নিয়মিত ফল আর ভ্রমন এই দুইয়ের উপরেই থাকেন অভিনেত্রী। তাইতো এত রূপের ছটা।
View this post on Instagram