কলকাতা : শহরে ফের বেপরোয়া গতির বলি তিন। মঙ্গলবার ভোরে নিউটাউন এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়লো একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন আরোহীর, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দুইজন। ঘটনার তদন্ত করছে নিউটাউন থানার পুলিশ। মঙ্গলবার ভোরে নিউটাউনের নারকেল বাগান মোড় থেকে বিমানবন্দরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে একটি হন্ডাসিটি গাড়ি। ইকোপার্কের কাছে বাঁক ঘুরতে গিয়ে রাস্তায় থাকা মেট্রোর পিলারে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কা মারার সাথে সাথেই উল্টে যায় সেটি।
জানা যাচ্ছে গাড়িটির গতিবেগ ছিল ঘন্টায় ১০০ কিলোমিটারের বেশি। এই গতিতে ইউটার্ন নিতে গিয়েই বিপত্তি ঘটেছে বলে অনুমান পুলিশের। গাড়িটিতে মোট পাঁচ জন ছিল বলে জানা যাচ্ছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজন আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আহতদের নাম সর্বজিৎ সিং এবং মোহিত জৈন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমৃতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। মৃত ও আহতদের সকলে সল্টলেক এবং মানিকতলার বাসিন্দা বলেই খবর। পুলিশের ধারণা, দুর্ঘটনার সময় গাড়িটির চালক-সহ বাকি সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। ইতিমধ্যেই নিউটাউন থানা থেকে ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়েছে। দুমড়ে মুচড়ে থাকা গাড়িটির থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে। সকালবেলতেই এমন ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নিউটাউন এলাকায়।