রাজ্য জুড়ে চলছে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন। এবার সেই বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে হাওড়ার সাঁকরাইলের মানিকতলা এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধুন্ধুমার বেধে গেল। বিক্ষোভকারীদের ছোঁড়া গুলিতে জখম তিন পুলিশকর্মী। আহত পুলিশকর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যাচ্ছে, নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতা করে এদিন হাওড়ার বিভিন্ন এলাকায় সকাল থেকেই বিক্ষোভ প্রদর্শন চলছিল। এরপর সন্ধ্যের দিকে সাঁকরাইলের মানিকতলা এলাকায় বিক্ষোভকারীদের জমায়েত শুরু হয়। প্রথমেই জমায়েতকারীদের সরে যাওয়ার নির্দেশ দেন পুলিশকর্মীরা। জমায়েত না সরলে এরপর পুলিশ লাঠিচার্জ করে, তখনই বিক্ষোভকারীদের দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ‘এনআরসি আতঙ্কে আত্মহত্যা ৩০ জনের, দায় নেবে কে?’ প্রশ্ন মমতার
ইট ছোঁড়ার পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে বোমাবাজিও হয়। এরই মধ্যে হঠাৎই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিক্ষোভকারীদের কয়েকজন। গুলি লাগে হাওড়া ডিসি হেড কোয়ার্টার অজিত সিং-সহ তিন পুলিশ কর্মীর। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর পুলিশের বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও থমথমে গোটা এলাকা।