Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কালীপূজোর রাতে একই পরিবারের তিন জনকে পাশবিকভাবে হত্যা

প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি :  বিহারের বেগুসরাই জেলার মাঁঝল থানা এলাকায় দিওয়ালির রাতে বাড়িতে ঢুকে একই পরিবারের তিন জনকে পাশবিকভাবে হত্যা করে দুষ্কৃতীরা। পুলিশের এর এক কর্মকর্তা জানিয়েছেন , রবিবার…

Avatar

প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি :  বিহারের বেগুসরাই জেলার মাঁঝল থানা এলাকায় দিওয়ালির রাতে বাড়িতে ঢুকে একই পরিবারের তিন জনকে পাশবিকভাবে হত্যা করে দুষ্কৃতীরা। পুলিশের এর এক কর্মকর্তা জানিয়েছেন , রবিবার রাতে কুণাল সিং এর বাড়িতে দুষ্কৃতীরা প্রবেশ করে তাকে ও তার স্ত্রী কাঞ্চন দেবী এবং তার মেয়ে সোনম কুমারীকে গুলি করে হত্যা করা হয়।

হত্যালীলা চলাকালীন কুণাল সিং এর দুই ছেলে বাড়ির বাইরে পটকা ফাটাচ্ছিলো এবং ভাগ্যক্রমে তাদের জীবন বেচে যায়।
এই ঘটনায় পারস্পরিক পারিবারিক বিরোধের অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। নিহত কুণাল সিং এর ভাই বিকাশ কুমারের এর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, চার বছর আগে কুণাল সিং এর চাচাকে হত্যা করা হয়েছিল এবং কুণাল সিং এর চাচী এই হত্যাকাণ্ডের সাক্ষী ছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আর এই কারণে তিন বছর আগে কুণাল সিং এর চাচীকে হত্যা করা হয়েছিল ও সেই হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী ছিলেন স্বয়ং কুণাল সিং। চাচা ও চাচীকে খুনের অভিযোগ কুণাল সিং এর ভাই বিকাশ কুমার এর উপর ছিল। সম্প্রতি সে জামিনে জেল থেকে বেরিয়ে এসেছে। তারপরেই এমন ঘটনা ঘটে।

পুলিশ এর তরফ থেকে জানানো হয়েছে, তারা মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই পুরো ঘটনাটিকে গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

About Author