Vodafone, Idea, Airtel নিয়ে এলো এক নতুন অফার সমস্ত গ্রাহকদের জন্য। তিনটি নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Vodafone, Idea, Airtel এই তিনটি নতুন প্যাকে রয়েছে আনলিমিটেড কলিং-এর সুবিধা। এই তিনটি প্যাক হচ্ছে – ১২৯ টাকা, ১৯৯ টাকা আর ২৬৯ টাকা। ১৯৯ টাকা আর ২৬৯ টাকার রিচার্জ গুলো আগেও ছিল কিন্তু নতুন প্রিপেড রিচার্জ প্যাক যা এই মাসের শুরুতে এসেছিল, সেটা থেকে বাদ পরেছিল এই প্যাক দুটি।
এবার কিছু পরিবর্তনের সঙ্গে Vodafone Idea ফেরত নিয়ে এসেছে এই তিনটি রিচার্জ। ১২৯ টাকার প্যাকের ভ্যালিডিটি ১৪ দিনের। এই প্ল্যানে আনলিমিটেড লোকাল, এসটিডি, ন্যাশনাল রোমিং কল-এর সঙ্গে রয়েছে ২জিবি ইন্টারনেট। এছাড়াও পেয়ে যাবেন ভোডাফোন প্লে আর Zee 5 ভিডিও স্ত্রিমিং প্লাতফর্ম-এর সাবস্ক্রিপশন। ১৯৯ টাকার ভ্যালিডিটি ২১ দিনের।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই প্ল্যানেও রয়েছে আনলিমিটেড লোকাল, এসটিডি, ন্যাশনাল রোমিং কল-এর সঙ্গে প্রতিদিন ১জিবি করে ডেটা। আরও পেয়ে যাবেন Vodafone Play and Zee 5 ভিডিও স্ত্রিমিং প্লাতফর্ম-এর সাবস্ক্রিপশন। ২৬৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিনের।
আগের দুটি প্ল্যানের মতো এই প্ল্যানেও রয়েছে লোকাল, এসটিডি, ন্যাশনাল রোমিং কল-এর সঙ্গে ৪জিবি ডেটা। এই প্ল্যানেও রয়েছে Vodafone Play and Zee 5 ভিডিও স্ত্রিমিং প্লাটফ্রম-এর সাবস্ক্রিপশন। এই অফার শুধু মাত্র প্রিপেড গ্রাহকদের জন্য।