Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার আরও সস্তা, ১৮০ দিনের দুর্দান্ত প্ল্যান আনলো ভোডাফোন

ভোডাফোন ইন্ডিয়া ভারতে তাদের প্রিপেড গ্রাহকদের জন্য একটি নতুন দীর্ঘমেয়াদী প্ল্যান এনেছে। কিছু সিলেক্টেড সার্কেলে ৯৯৭ টাকার এই নতুন প্ল্যানটি এনেছে কোম্পানি। নতুন প্ল্যানটি ভোডাফোনের অন্যান্য দীর্ঘমেয়াদী প্ল্যান গুলি, যেমন…

Avatar

ভোডাফোন ইন্ডিয়া ভারতে তাদের প্রিপেড গ্রাহকদের জন্য একটি নতুন দীর্ঘমেয়াদী প্ল্যান এনেছে। কিছু সিলেক্টেড সার্কেলে ৯৯৭ টাকার এই নতুন প্ল্যানটি এনেছে কোম্পানি। নতুন প্ল্যানটি ভোডাফোনের অন্যান্য দীর্ঘমেয়াদী প্ল্যান গুলি, যেমন ১,৪৯৯ এবং ২,৩৯৯ এর সাথে থাকবে।

টেলিকমটক নামে একটি ওয়েবসাইটে প্রকাশিত ভোডাফোনের এই নতুন ৯৯৭ টাকার প্ল্যানে গ্রাহকরা ১৮০ দিনের মেয়াদে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাবে। এছাড়া প্রতিদিন আনলিমিটেড কলিং এবং দিনে ১০০ টি এসএমএস অন্তর্ভুক্ত রয়েছে।ভোডাফোন বিনামূল্যে ভোডাফোন প্লে সাবস্ক্রিপশনও দেবে এই প্ল্যানে যার সাথে এক বছরের ZEE5 এর ফ্রি সাবস্ক্রিপশন থাকবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ৩০ শতাংশ মোবাইল বিল বাড়ার আশঙ্কা, মাথায় হাত গ্রাহকদের

লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে, ভোডাফোনের বার্ষিক প্রিপেইড প্ল্যান গুলির তুলনায় ৯৯৭ টাকার এই প্ল্যানটি অনেক ভালো। গ্রাহকরা ভোডাফোনের ২,৩৯৯ টাকার প্ল্যানের আওতায়, দিনে ১.৫ জিবি ডেটা, ৪৯৯ টাকার ভোডাফোন প্লে সাবস্ক্রিপশন এবং ৯৯৯ টাকার একটি ZEE5 সাবস্ক্রিপশন সহ আনলিমিটেড কল পাবেন এক বছরের জন্য। সেখানে প্রতি বছরে কেউ যদি ৯৯৭ টাকার প্ল্যানটি দুইবার রিচার্জ করে তবে তিনি প্রায় ৪০০ টাকা বাঁচাতে পারবেন।

About Author