আর কিছুসময় বাদে গুজরাট উপকূলে আছড়ে পড়তে যাচ্ছে সুপার সাইক্লোন মহা। মহারাষ্ট্রের পাঁচটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। এবার বঙ্গোপসাগরেও সৃষ্টি হচ্ছে সাইক্লোন যার নাম ‘বুলবুল’। এর অভিমুখ বাংলার দিকে।
আবহাওয়া সুত্রে খবর, গত ২৪ ঘন্টায় আন্দামানের গভীর নিন্মচাপটি ঘূর্নিঝড় ‘বুলবুলে’ রূপান্তরিত হতে চলেছে। ক্রমশ শক্তি বাড়াচ্ছে। হাওয়া মহল পূর্বাভাস দিয়েছিল শুক্রবারের মধ্যে বদলে যেতে পারে দক্ষিনবঙ্গের আবহাওয়া। নিম্নচাপটি দ্বিগুণ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার থেকেই দক্ষিনবঙ্গে আংশিক মেঘলা আকাশ বিরাজমান থাকবে। উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ওইদিন। তবে শনিবার থেকে বাড়তে পারে বৃষ্টি। দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়ে আবহওয়া দফতর। সোমবার থেকে পরিবর্তিত হতে পারে পরিস্থিতি। শুক্রবার থেকে নীচে নামবে পারদ।