Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সোমবার পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ? নবান্ন জানাল টানা ছুটির বড় আপডেট

স্কুল খুলে গিয়েছে বেশ কিছুদিন। তবু ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছেন রাজ্যের বহু মানুষ। এই অবস্থায় আগামী জুলাই মাসে আবারও রাজ্যজুড়ে টানা ছুটির সম্ভাবনা দেখা দিয়েছে। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব…

Avatar

স্কুল খুলে গিয়েছে বেশ কিছুদিন। তবু ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছেন রাজ্যের বহু মানুষ। এই অবস্থায় আগামী জুলাই মাসে আবারও রাজ্যজুড়ে টানা ছুটির সম্ভাবনা দেখা দিয়েছে। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব মহরম উপলক্ষে ৬ অথবা ৭ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হতে পারে। এর ফলে অনেকের কাছেই জুটে যেতে পারে টানা তিন দিনের ছুটি, যা আগে থেকেই জানলে ছুটি কাটানোর পরিকল্পনাও করা যেতে পারে।

কবে পালিত হবে মহরম?

মহরম ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস এবং এটি ইসলামের চারটি পবিত্র মাসের একটি। মহরমের দিনটি মূলত ইসলামি নববর্ষের সূচনার প্রতীক। তবে এই উৎসবের তারিখ নির্ধারিত হয় চাঁদ দেখার উপর। ২০২৫ সালে ৬ জুলাই (রবিবার) মহরম পালিত হওয়ার সম্ভাবনা থাকলেও, যদি ওইদিন চাঁদ না দেখা যায়, তাহলে উৎসবটি ৭ জুলাই (সোমবার) পালিত হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই অনিশ্চয়তার জন্যই সরকারি ছুটি কোনদিন পড়বে, তা এখনও চূড়ান্ত নয়। তবে সাধারণভাবে ধরে নেওয়া হচ্ছে, ৬ অথবা ৭ জুলাই দিনের মধ্যে একটি দিনে থাকবে ছুটি।

কারা কারা পাবেন ছুটি?

এই ছুটি শুধু স্কুলের জন্য নয়, বরং রাজ্যের প্রায় সব সরকারি এবং বহু বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য। ছুটির প্রভাব পড়বে—

  • সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে

  • ব্যাঙ্ক ও ডাকঘরে

  • সরকারি দফতরে

  • স্টক এক্সচেঞ্জে

টানা তিন দিনের ছুটি?

ছুটি নিয়ে বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে যেহেতু ৫ জুলাই শনিবার, যেদিন অধিকাংশ স্কুল এবং অফিস এমনিই বন্ধ থাকে। ৬ জুলাই রবিবার ছুটি, আর ৭ জুলাই যদি মহরম পড়ে, তাহলে টানা তিন দিন ছুটি নিশ্চিত। ফলে বহু মানুষ এই ছুটিকে একটি মিনি ছুটি হিসেবে দেখছেন।

জানুন ৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

মহরম কবে পালন করা হবে ২০২৫ সালে?
৬ অথবা ৭ জুলাই, চাঁদ দেখার উপর নির্ভর করে।

এই দিন কি সরকারি ছুটি থাকবে?
হ্যাঁ, মহরম উপলক্ষে কেন্দ্রীয় সরকারি ছুটি ঘোষিত হয়।

ব্যাঙ্ক ও শেয়ার বাজার বন্ধ থাকবে কি?
মহরমের দিন ব্যাঙ্ক ও স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকে।

এই ছুটি কি রাজ্যের সমস্ত স্কুলে প্রযোজ্য?
হ্যাঁ, সরকারি নিয়ম অনুযায়ী সমস্ত স্কুলে এই দিন ছুটি থাকে।

টানা তিন দিনের ছুটি কবে থেকে শুরু?
৫ জুলাই শনিবার থেকে শুরু হয়ে ৭ জুলাই পর্যন্ত চলতে পারে ছুটি।

About Author