Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে স্বস্তি মিলেছে বনে, হুবহু মানুষের মতোই খেলছে ভাল্লুক ছানার দল

শ্রেয়া চ্যাটার্জি - গভীর জঙ্গলের ভিতর পশুরা প্রতিনিয়ত কি করে চলেছে তা সাধারণের চোখে দেখা সম্ভব না। কিছু বছর আগে পেশায় একজন ফিজিক্যাল এডুকেশনের শিক্ষিকা এবং নেশায় একজন ফটোগ্রাফার ভালত্তেরি…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – গভীর জঙ্গলের ভিতর পশুরা প্রতিনিয়ত কি করে চলেছে তা সাধারণের চোখে দেখা সম্ভব না। কিছু বছর আগে পেশায় একজন ফিজিক্যাল এডুকেশনের শিক্ষিকা এবং নেশায় একজন ফটোগ্রাফার ভালত্তেরি মুল্কাহাইনেন, ফিনল্যান্ডের, সৎকামোর বাসিন্দা। সম্প্রতি তিনি একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে ভালুক ছানারা মহানন্দে গোল গোল করে ঘুরছে।

ঠিক যেন ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে। তারা একেবারে ছোট বাচ্চার মতন ব্যবহার করছে কখনো গোল গোল করে ঘুরছে, কখনো খেলছে, কখনো আবার নিজেদের মধ্যে ঝগড়া করছে। তিনি জানান, “আমি প্রতি সন্ধ্যাবেলা এবং রাত্রিবেলা এদের ছবি তুলি।” তবে এমন একটি ছবি তুলে তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না, এমন ভালুক ছানা ছোট ছোট বাচ্চার মতন ব্যবহার করছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

লকডাউনের মাঝে এমন মজাদার ছবি দেখতে কার না ভালো লাগে। এমনিতেই সকলে প্রায় গৃহবন্দি। এই বন্দীদশা তো স্বেচ্ছায় নয়, করোনা থেকে বাঁচতে মানুষগুলোকে জোর করে দেওয়া হয়েছে। এই মন খারাপ থেকে বাঁচতে সবাই কত কিছুই না করছে। কেউ কেউ নতুন করে রান্না শিখছেন কেউ আবার পুরনো প্রতিভাকে একটু ঝালিয়ে নিচ্ছেন, যাদের ফটো তোলার নেশা তারা আবার ছাদ বা বারান্দা থেকে একটু উঁকিঝুঁকি মেরে প্রকৃতির ছবি তুলছেন। সবই তো মন ভালো রাখার জন্য। তবে ভালুক ছানার এমন ছোট্ট ছেলে মেয়ের মতো নাচানাচি করতে দেখে, দেখে আপনি মজা তো পাবেন সাথে অবাকও হবেন।

About Author