এই মুহূর্তে নিজের প্রতিভার সূত্র ধরে একাংশের মাঝে চর্চিত হচ্ছেন তৃপ্তি সিনহা। ইনস্টাগ্রামে নিজের বায়োতে তৃপ্তি নিজেকে মডেল ও অভিনেত্রী হিসাবেই দাবি করেছেন। প্রায়ই রিল ভিডিও বানিয়ে নেটজনতার একাংশের নজর কাড়েন তিনি। বেশিরভাগ সময়ই প্রকাশ্য রাস্তাতে নিজের এই ধরনের ঝলক শুট করেন তৃপ্তি। এই ঝলকেও অন্যথা ঘটেনি তার।অলকা ইয়াগ্নিকের জনপ্রিয় গান ‘তু ভি ম্যা ভি’র তালেই এদিন খুব সম্ভবত নিজের কমপ্লেক্সেই শুট করেছিলেন এই ঝলক। হলুদ নাচ পোশাকে, খোলা চুলে হাজির হয়েছিলেন ক্যামেরার সামনে। লাগিয়েছিলেন জোরদার ঠুমকাও। আপাতত, তার সেই ঠুমকা ঘায়েল করেছে তার ভক্তদের। উষ্ণতাও ছড়িয়েছে নেটজনতার একাংশের মাঝে। তবে কেউ কেউ তার এই ঝলক দেখে পোশাক নিয়েও কথা শুনিয়েছেন তৃপ্তিকে। তবে এধরনের মন্তব্যে যে তিনি বিশেষ পাত্তা দেন না, তা স্পষ্ট হবে কমেন্টবক্সে নজর রাখলেই।View this post on Instagram
(VIDEO) হলুদ অফশোল্ডার পোশাকে উষ্ণতা ছড়ালেন এই যুবতী, পাতলা কোমর থেকে চোখ সরাতে পারবেন না
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার পাতায় কোন কিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। যদি কোন ঝলক নেটজনতার একাংশের দৃষ্টি আকর্ষণ করে তাদের ধরে রাখতে পারে তাহলে, সেই ঝলক এক বা…

আরও পড়ুন