কৌশিক পোল্ল্যে: ফেসবুকে কতরকম মজার ছবি ও ভিডিও আমাদের হাসির খোরাক হয়ে দাঁড়ায়। কিছু পোস্ট শুধু এই কারনেই প্রচুর শেয়ার হয়ে ভাইরালের খাতায় নাম লেখায়। আজকের এই ভিডিয়োটি খানিকটা সেরকম।
বহুদিন আগেকার এক ভদ্রমহিলার হিন্দি চ্যানেলের ইন্টারভিউয়ের একটি ছোট্ট ভিডিওক্লিপ প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় ভদ্রমহিলাকে তার রাজনৈতিক মতামত নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘তিনি তৃনমূলের সমর্থক নন, তিনি বিজেপি দলকেই মন থেকে সমর্থন করেন এবং সকলের কাছে ভাজপার গুনগান করেন, তবে তিনি নিজে সিপিএম কে ভোট দেন কারন ছোট থেকেই তিনি কমরেডে বিশ্বাসী।’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : Viral : বই নিয়ে পড়াশোনা করছে এক বিড়াল, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
এ তো গেল সাক্ষাতকার, আসলে লক্ষ্য করার বিষয় তার কথা বলার ধরন। বাংলা ও হিন্দির মিশেলে তিনি এমন সব ভজকট ভাষার প্রয়োগ করেছেন, যা শুনলে আপনি হাসি চেপে রাখতে পারবেন না।
তার এই ভয়ংকর হিন্দির জেরে বহুদিনের পুরোনো এই ভিডিয়োর শেয়ার সংখ্যা প্রচুর। এই দমফাটা হাসির ভিডিয়োটি নিচে রইল আপনার জন্য।