Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bank Holiday: সপ্তাহে মাত্র ৩ দিন খোলা থাকবে ব্যাঙ্ক, সমস্যায় পড়তে না হলে দেখে নিন ঝটপট

দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কের ছুটির দিন (Bank Holiday) ঠিক করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রতি মাসেই আরবিআই এর তরফে একটি তালিকা প্রকাশ করা হয় যেখানে দেশ জুড়ে ব্যাঙ্কগুলির…

Avatar

By

দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কের ছুটির দিন (Bank Holiday) ঠিক করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রতি মাসেই আরবিআই এর তরফে একটি তালিকা প্রকাশ করা হয় যেখানে দেশ জুড়ে ব্যাঙ্কগুলির ছুটির দিনক্ষণ উল্লেখ করা থাকে। জাতীয় ছুটির পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ছুটি এবং সাপ্তাহিক ছুটির দিনগুলিতে বন্ধ থাকে দেশের বিভিন্ন ব্যাঙ্ক। এ সপ্তাহে কবে কবে বন্ধ রয়েছে ব্যাঙ্ক, জেনে নিন।

প্রত্যেক সপ্তাহেই সাপ্তাহিক ছুটির দিনগুলিতে রাজ্য জুড়ে বন্ধ থাকে ব্যাঙ্ক। জাতীয় ছুটির দিনগুলিতেও দেশের প্রতিটি ব্যাঙ্কের ছুটি থাকে। এছাড়া দেশের যে যে অঞ্চলে বিশেষ কোনো আঞ্চলিক কারণে বা আঞ্চলিক উৎসবের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকে, সেই ছুটি গুলিও উল্লেখ করা থাকে তালিকায়। রিজার্ভ ব্যাঙ্কের তরফে একটি সাপ্তাহিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকা অনুযায়ী, সোমবার অনেক জায়গায় ছিল লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। সেই সব জায়গায় এদিন বন্ধ ছিল ব্যাঙ্ক। ঝাড়খণ্ডের চাতরা, কোডারমা, হাজারিবাগ সহ বিহারের সীতামারি, মধুবনি, মুজাফফরপুর, সরণ, হাজিপুরে বন্ধ ছিল ব্যাঙ্ক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পাশাপাশি মহারাষ্ট্রের নাসিক, পালঘর, ভিওয়ান্ডি, কল্যাণ, থানে, মুম্বই উত্তর, মুম্বই উত্তর-পশ্চিম, মুম্বই উত্তর-পূর্ব, মুম্বই উত্তর-মধ্য, মুম্বই দক্ষিণ-মধ্য, মুম্বই দক্ষিণের মতো ওড়িশার সুন্দরগড়, বোলাঙ্গির, আস্কা এবং উত্তরপ্রদেশের মোহনলালগঞ্জ, লখনউ, রায়বরেলি, আমেঠি, জালাউন, ঝাঁসিতে বন্ধ ছিল ব্যাঙ্ক। পশ্চিমবঙ্গে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগে ভোটগ্রহণের কারণে বন্ধ ছিল ব্যাঙ্ক।

আগামী ২৩ মে দেশের বড় বড় শহরে রয়েছে বুদ্ধ পূর্ণিমার ছুটি। ২৫ মে শনিবার ভুবনেশ্বর এবং আগরতলায় রয়েছে ভোটগ্রহণ। তাই সেখানে বন্ধ থাকবে ব্যাঙ্ক। পাশাপাশি এদিন মাসের চতুর্থ শনিবার বলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ২৬ মে রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে দেশ জুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম, নেটব্যাঙ্কিং এর মতো পরিষেবাগুলি পাবেন গ্রাহকরা।

About Author