Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে অবাক কান্ড! দক্ষ কায়দায় ঘুড়ি ওড়াচ্ছে এক বাঁদর, ভাইরাল ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি - করোনা ভাইরাস এর জন্য যখন মানুষ নিজেদেরকে কোয়ারেন্টাইনে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, সেই সুযোগের সদ্ব্যবহার করছে পশু পাখিরা। বিন্দাস ঘুরে বেড়াচ্ছে তারা এদিকে ওদিকে। তবে অন্যান্য…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাস এর জন্য যখন মানুষ নিজেদেরকে কোয়ারেন্টাইনে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, সেই সুযোগের সদ্ব্যবহার করছে পশু পাখিরা। বিন্দাস ঘুরে বেড়াচ্ছে তারা এদিকে ওদিকে। তবে অন্যান্য পশু পাখিদের তুলনায় বাঁদর কিন্তু বেশ বুদ্ধিমান হয়। কয়েকদিন আগেই দেখা যাচ্ছে বাঁদররা সুইমিং পুলে কেমন পুল পার্টি করছিল।

কিন্তু এই ভিডিওটিতে দেখা গেল বাঁদরটি দিব্যি ঘুড়ি ওড়াচ্ছে। এর আগের ভিডিওগুলিতে মানুষ দেখে অনেক আনন্দ পেয়েছে ঠিকই, কিন্তু এই ভিডিওটি দেখে আনন্দের সাথে সাথে অবাকও হয়েছে সকলে। এত সুন্দর করে ঘুড়ি ওড়ানোর কায়দা কি করে যে বাঁদরটি রপ্ত করল, এই নিয়েই সকলের মনে প্রশ্ন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আই.এফ.এস অফিসার সুশান্ত নন্দ এই ভিডিওটি টুইট করে লিখেছেন ‘হ্যাঁ, এটা একজন বাঁদর’। ভিডিওটিতে দেখা যাচ্ছে ছাদের ধারে বসে দিব্যি ঘুঁড়ি উড়িয়ে যাচ্ছে এক বাঁদর। আশপাশ থেকে মানুষটাকে উৎসাহিত করছে সকলে। তবেই উৎসাহে বাঁদরটি কতটা উৎসাহিত হচ্ছে, এ বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ভিডিওটি পোস্ট করার সাথে সাথেই প্রায় হাজারের উপর লাইক এবং ৪০০ টি রিয়াকশন পড়ে যায়। বেশিরভাগ প্রতিক্রিয়ায় ছিল প্রচন্ড বিস্ময়ের।

About Author