টেক বার্তাজ্যোতিষ

Saraswati puja: বসন্ত পঞ্চমীতে বাড়িতে নিয়ে আসুন এই গাছ, তীক্ষ্ণ হবে বুদ্ধি এবং পরীক্ষায় বাড়বে নম্বর

বাস্তু শাস্ত্রের নিয়ম অনুযায়ী সরস্বতী দেবীর আরাধনার দিন এই গাছ বাড়িতে লাগালে আপনার পরিবারের সুখ স্বাচ্ছন্দ আসবে

×
Advertisement

আর কয়েকদিন পরেই হতে চলেছে বাঙালির অন্যতম বড় উৎসব সরস্বতী পুজো। মাঘ মাসের পঞ্চমী তিথিতে অর্থাৎ বসন্ত পঞ্চমীতে এই পূজোর আয়োজন করা হয় বলে এই পুজোকে বসন্ত পঞ্চমী হিসেবেও অনেকে জেনে থাকেন। এই তিথিতে ঘরে ঘরে স্কুল-কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করা হয়। তার পাশাপাশি বসন্ত পঞ্চমীতে বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই তিথিতে একটি বিশেষ গাছ লাগানো অত্যন্ত শুভ। মনে করা হয় এই গাছটি হল বিদ্যার গাছ এবং বাড়িতে এই গাছ লাগালে দেবী সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায়। শাস্ত্রমতে এই গাছ লাগালে সরস্বতী এবং লক্ষ্মীর আশীর্বাদ সবসময় সঙ্গে থাকে বলে মনে করা হয়। চলতি বছর ২৬ জানুয়ারি তারিখে বসন্ত পঞ্চমী তিথি পালিত হবে। চলুন জেনে নেওয়া যাক এই দিতে কোন গাছ আপনি লাগাবেন।

Advertisements
Advertisement

বাস্তুশাস্ত্র অনুযায়ী বসন্ত পঞ্চমী তিথিতে বাড়িতে ময়ূরপঙ্খী গাছ লাগানো উচিত। এর ফলে সরস্বতীর আশীর্বাদ বজায় থাকে এবং এই গাছ বাড়িতে লাগালে সরস্বতী দেবী খুশি হন। এই গাছটিকে বিদ্যাদায়ী এই গাছ বলে চিহ্নিত করা হয়।মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে অর্থাৎ সরস্বতী পুজোর দিন বাড়ির উত্তর দিকে এই গাছ লাগাবেন। এই গাছের পাতা বইয়ে রাখলে সরস্বতী দেবীর আশীর্বাদ পাওয়া যায় এবং ইতিবাচক শক্তির প্রসার বৃদ্ধি পায় বাড়িতে। পাশাপাশি বুদ্ধি তীক্ষ্ণ হয় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বেড়ে যায় আপনার। তবে দক্ষিণ দিকে ভুল করেও এই গাছ লাগাবেন না, না হলে কিন্তু সমস্ত বিপরীত প্রভাব আপনার বাড়িতে এসে হাজির হবে।

Advertisements

শাস্ত্র মতে এই কাজটি উত্তর দিকে লাগালে পরিবার ধনধান্যে ভরে যায় এবং ব্যক্তি ভাগ্যের সহযোগিতা লাভ করে। জ্ঞান এবং বুদ্ধির জোরে ব্যক্তি সমস্ত কাজ পূরণ করতে পারে এবং আর্থিক পরিস্থিতি উন্নত হয়। ফলে এই গাছ লাগালে শুধুমাত্র সরস্বতী দেবী নয় লক্ষ্মী দেবী ও আপনার প্রতি প্রসন্ন থাকবেন এবং আপনি যদি এই গাছের সঠিক যত্ন নিতে পারেন তাহলে আপনার বাড়িতে সুখ স্বাচ্ছন্দ চিরকাল বজায় থাকবে। তবে মনে রাখবেন এই গাছকে কখনো শুকিয়ে যেতে দেবেন না। সাধারণত এই গাছ সহজে মরে যায় না এবং সেই কারণে এই গাছের ঠিকঠাক যত্ন নেবেন।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button