টেক বার্তা

এবার পাবেন দ্বিগুন ডেটা, লকডাউনে দুর্দান্ত প্ল্যান আনল ভোডাফোন

Advertisement
Advertisement

লকডাউনে ঘরবন্দি থাকার ফলে মানুষের খুব বেশি করে যে জিনিসটা প্রয়োজন পড়ছে তা হলো ইন্টারনেট ডেটা। কারণ অনেককেই বাড়িতে থেকে অনলাইনে কাজ করতে হচ্ছে, অনেক ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস করতে হচ্ছে। আর সেদিকে তাকিয়েই সস্তায় ডবল ডেটার কয়েকটি প্ল্যান আনলো ভোডাফোন। ভোডাফোনের এই প্ল্যান গুলিতে গ্রাহকরা আগে যে পরিমাণ ডেটা পেতেন এখন তার দ্বিগুণ ডেটা পাবেন। নতুন এই প্ল্যান গুলিতে দিনে ৪ জিবি করে ডেটা পাওয়া যাবে।

Advertisement
Advertisement

তিনটি প্রিপেইড প্ল্যান যেগুলিতে আগে দৈনিক ২ জিবি করে ডেটা দেওয়া হতো এখন সেই প্ল্যান গুলিতেই ৪ জিবি করে ডেটা দেওয়া হবে। ২৯৯ টাকা, ৪৪৯ টাকা এবং ৬৯৯ টাকা এই তিনটি প্ল্যানে এই সুবিধা দিচ্ছে কোম্পানি। তবে এখন শুধুমাত্র নয়টি সার্কেলেই চালু হচ্ছে এই প্ল্যান। পশ্চিমবঙ্গ, দিল্লি, মধ্য প্রদেশ, মুম্বাই, কলকাতা, পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, রাজস্থান, এবং জম্মু ও কাশ্মীর এই নয়টি সার্কেলে চালু হয়েছে এই প্ল্যান।

Advertisement

২৯৯ টাকার প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটির সাথে দিনে ৪ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং দিনে ১০০ টি এসএমএস এর সুবিধা পাওয়া যাবে। ৪৪৯ টাকার প্ল্যানে ৫৬ দিনের ভ্যালিডিটির সাথে দিনে ৪ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০ টি এসএমএসের সুবিধা পাওয়া যাবে। ৬৯৯ টাকার প্ল্যানটিতে ৮৪ দিনের জন্য এই সকল পরিষেবা পাওয়া যাবে। তিনটি প্ল্যানের সাথেই ফ্রিতে পাওয়া যাবে ভোডাফোন প্লে, জি-ফ‌াইভ এবং আইডিয়া মুভিজ পরিষেবা। প্ল্যান গুলির বিষয়ে বিস্তারিত জানতে ভোডাফোনের ওয়েবসাইট দেখতে পারেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button