সাম্প্রতিক এই ঝলকে উরফিকে একটি ঝুড়ি ও জনপ্রিয় খাবারের সংস্থা জোমাটোর টেপ স্কার্টের আকারে জড়িয়েই ক্যামেরার সামনে উপস্থিত হতে দেখা গিয়েছে। এদিন হালকা মেকাপেই ছিলেন অভিনেত্রী। শুরুতেই একটি ঝলকে উরফিকে নালিশ করতে দেখা গিয়েছে জোমাটোতে। জোমাটোতে এই মুহূর্তে ‘গোল্ড ডাইনিং কার্নিভাল’ চলছে। আর সেই কারণবশতই তিনি রেস্টুরেন্টে গিয়ে একটি সিটও পাননি, এমন কথাই নালিশের সুরে লিখতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। অভিনেত্রীর এই কথার জবাবে ক্ষমা চেয়ে একটি গিফট বাস্কেট তাকে পাঠানো হয়েছিল জোমাটোর তরফ থেকে। তিনি এটিকে পোশাক হিসেবে ধরে নিয়েই তাদের ধন্যবাদ জানিয়েছিলেন, যাতে অবাক হয়েছিলেন সংস্থার কর্মকর্তারাও। আপাতত, এমনটাই দেখা গিয়েছে সাম্প্রতিক ভাইরাল হওয়া কথোপকথনে। এরপরেই তার সাম্প্রতিক ঝলক প্রকাশ্যে আসে, যা দেখে মাথায় হাত একাংশের। আপাতত, সেই কারণবশতই নেটজনতার একাংশের মাঝে পুনরায় চর্চিত অভিনেত্রী।
Urfi: এবার ঝুড়ি নিয়েই ট্রোল হলেন উরফি, অভিনেত্রীকে দেখে হুঁস উড়বে সকলেরই
বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে…

আরও পড়ুন