Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চাকরি না পেলেও টেনশন নেই, এবারে রাজ্য সরকার দেবে প্রতি মাসে মাসে ভাতা, জানুন কি করতে হবে

দেশজুড়ে বেকারত্বের সমস্যা ক্রমেই বেড়েই চলেছে। উচ্চশিক্ষিত হয়েও অনেকেই চাকরি পাচ্ছেন না। এই সমস্যার সমাধানে এবারে সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে। পশ্চিমবঙ্গ সরকারও বেকারদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে। এর…

Avatar

দেশজুড়ে বেকারত্বের সমস্যা ক্রমেই বেড়েই চলেছে। উচ্চশিক্ষিত হয়েও অনেকেই চাকরি পাচ্ছেন না। এই সমস্যার সমাধানে এবারে সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে। পশ্চিমবঙ্গ সরকারও বেকারদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে। এর মধ্যে অন্যতম হল যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা পান।

যুবশ্রী প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে অবশ্যই অষ্টম শ্রেণী বা তদূর্ধ্ব পাস হতে হবে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে হলে প্রথমে https://employmentbankwb.gov.in ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে জব সিকার অপশন সিলেক্ট করে রেজিস্টার করতে হবে নিজেকে। রেজিস্ট্রেশনের পর আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, পরিবারের আয় ইত্যাদি তথ্য পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। আবেদন করার পর ৯০ দিনের মধ্যে এসডিও অফিসে আবেদনপত্র জমা দিতে হবে।

যুবশ্রী প্রকল্পের আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথি জমা দিতে হবে:

আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের মার্কশিট ও অ্যাডমিট কার্ড, যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট, পাসপোর্ট সাইজের ছবি, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)। যুবশ্রী প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে প্রতিবছর আবেদন করতে হবে। আবেদনপত্রের মেয়াদ শেষ হলে আবেদনকারীর ভাতা বন্ধ হয়ে যাবে।

About Author