Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার গরুদের জন্য ব্যাংক বানাবে উত্তরপ্রদেশ সরকার! কি মিলবে এই ব্যাংকে? জানুন বিস্তারিত

শ্রেয়া চ্যাটার্জি : গরুদের জন্য এবার নতুন ব্যবস্থা নিতে চলেছে উত্তর প্রদেশের রাজ্য সরকার। গরুরা ঠিকমতো খাওয়া-দাওয়া পায় না তার জন্যই গরুদের স্বাস্থ্যের কথা ভেবেই তৈরি করা হচ্ছে রুটি ব্যাংক।…

শ্রেয়া চ্যাটার্জি : গরুদের জন্য এবার নতুন ব্যবস্থা নিতে চলেছে উত্তর প্রদেশের রাজ্য সরকার। গরুরা ঠিকমতো খাওয়া-দাওয়া পায় না তার জন্যই গরুদের স্বাস্থ্যের কথা ভেবেই তৈরি করা হচ্ছে রুটি ব্যাংক। শহরের দশটি জায়গায় তৈরি হবে এই রুটি জমা দেওয়ার কেন্দ্র। সর্বধর্ম সমন্বয় প্রত্যেক শ্রেণীর মানুষই এখানে এসে রুটি জমা দিয়ে যেতে পারেন। তাছাড়াও আমাদের প্রত্যেকের বাড়িতে এই প্রচুর বাড়তি খাবার বেঁচে যায় আমরা সেগুলো ফেলে দি উত্তর প্রদেশ সরকারের তরফ থেকে প্রচার চালানো হচ্ছে যাতে তারা সে খাবারগুলোকে ফেলে না দিয়ে তারা যেন সেই রুটি ব্যাংকে জমা দেয়।

অভিনব পদক্ষেপ নিচ্ছে উত্তর প্রদেশ রাজ্য সরকার। যা সত্যি কথায় অনবদ্য। যে গরু থেকে আমরা এত উপকার পাই, সেই গরুকে যদি ভালো করে খাওয়ানোই না যায় তাহলে সে খাঁটি দুধ দেবে কি করে? গরু ঠিক মতন খাবার না খেতে পেয়ে আবর্জনা থেকে নোংরা খাবার খাচ্ছে এবং তাছাড়া ও তাদের শরীরে ঢুকছে পলিথিন। খিদের জ্বালায় যত্রতত্র পড়ে থাকা নোংরা আবর্জনা খেয়ে ফেলছে। এতে অনেক গরু মারা ও যাচ্ছে এবং শীর্ণকায় হয়ে পড়ছে। যার জন্যই উত্তর প্রদেশ রাজ্য সরকার এমন একটি অভিনব উদ্যোগ নিয়েছেন। সরকারের এরকম প্রচার চালানোর সাথে সাথে, সাধারণ মানুষও এই প্রচারে বেশ সাড়া দিয়েছেন। উত্তর প্রদেশ সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাতেই হয়। এমন ব্যবস্থা যদি প্রতিটি রাজ্যে শুরু হয়, তাহলে অবলা জীব গুলি প্রয়োজনমতো আহার পেয়ে বেঁচে থাকতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author