কৌশিক পোল্ল্যে: টলিউডের হট মডেল কাম অ্যাকট্রেস রুক্মিনী মৈত্র অতিপরিচিত হয়েছেন দেব এন্টারটেইমেন্ট প্রযোজন সংস্থার অভিনেত্রী হিসেবে আর দ্বিতীয়ত, দেবের বিশেষ বান্ধবী হিসেবে। টলিপাড়ার এই হট কাপলকে নিয়ে হামেশাই বিভিন্ন গুঞ্জন শোনা যায়। তবে একে অপরের সাথে সম্পর্কের কথা স্বীকার করেছেন উভয়েই।
নতুন করে জুটি বাঁধলেন রুক্মিনী। এবার দেবের সঙ্গে নয়, অন্য এক প্রযোজনা সংস্থাতেও নাম লেখালেন তিনি। সম্প্রতি গ্রাসরুট এন্টারটএইনমেন্টের নতুন ছবি ‘সুইজারল্যান্ড’ এ কাজ করতে চলেছেন রুক্মিনী। প্রথমবার দেবের বদলে অন্য অভিনেতার বিপরীতে ও ভিন্ন প্রযোজনা সংস্থায় কাজ করবেন তিনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
View this post on Instagram
গতকাল ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয়। তারপর সেখান থেকেই খরবটি প্রযোজন সংস্থা মারফৎ প্রকাশ্যে আসে। ছবিতে রুক্মিনী ছাড়াও থাকবেন সুপারস্টার জিৎ ও অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
গ্রাসরুট প্রযোজিত ‘সুইজারল্যান্ড’ ছবিটি 2020 গ্রীষ্মের মরশুমে মুক্তি পাবে।