Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার রানুর গান গেয়ে ভাইরাল আর এক মহিলা! দেখুন ভাইরাল ভিডিও

বেশ কিছুদিন আগে লতা মাঙ্গেশকরের গান গেয়ে রাতারাতি সেলেব্রেটি হলেন রানাঘাট স্টেশনের রানু মন্ডল। কিন্তু রানুর পর এবার আর এক মহিলা রানুর গান গেয়ে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। যে দৃশ্য…

Avatar

বেশ কিছুদিন আগে লতা মাঙ্গেশকরের গান গেয়ে রাতারাতি সেলেব্রেটি হলেন রানাঘাট স্টেশনের রানু মন্ডল। কিন্তু রানুর পর এবার আর এক মহিলা রানুর গান গেয়ে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। যে দৃশ্য টি যাবতীয় সমস্ত রেকর্ড পিছনে ফেলে দিয়েছে। বলা যেতে পারে, এই দৃশ্যটি এই দৃশ্যটি যে না দেখেছে সে অনেক কিছুই এক্কেবারে মিস করেছে৷কিছুদিন আগে লতা মাগেশকরের গান গেয়ে রানু মন্ডল ভাইরাল হয়েছেন। তারপর থেকেই এখনও পর্যন্ত রাণু মণ্ডলকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি৷ হিমেশের সঙ্গে একটি গান গেয়েছেন তেরি মেরি, তেরি মেরি গানটি রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ কিন্তু এখন এবার নতুন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে মজা করতে করতে তেরি মেরি গানটি গাওয়ার ভঙ্গিমায় ভাইরাল হয়েছেন তিনি৷এই ভিডিওটি সোস্যাল মিডিয়ায় রীতিমত সাড়া ফেলেছে৷ তবে সব মিলিয়ে একটি হাস্যকর পরিস্থিতিতে পরিণত হয়েছে৷ রাণুর গান চালিয়ে হাতে জলের পাইপ মাইক্রোফোনের মত ব্যবহার করে গান গাওয়ার ভঙ্গিমা করার চেষ্টা করছেন৷
About Author