Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ranu Mondal: এবার সেলুলয়েডে রানু মণ্ডলের বায়োপিক! গায়িকার চরিত্রে কে অভিনয় করছেন

কথায় আছে,প্রতিভা কখনও চাপা থাকে না। একদিন না একদিন তা আত্মপ্রকাশ ঘটবেই। এই কথাটা শুধু কথার কথা নয় বাস্তবেও সম্ভব তা প্রমাণ করে দেখিয়েছিলেন রানাঘাটের বৃদ্ধা রানু মণ্ডল। রেল স্টেনের…

Avatar

By

কথায় আছে,প্রতিভা কখনও চাপা থাকে না। একদিন না একদিন তা আত্মপ্রকাশ ঘটবেই। এই কথাটা শুধু কথার কথা নয় বাস্তবেও সম্ভব তা প্রমাণ করে দেখিয়েছিলেন রানাঘাটের বৃদ্ধা রানু মণ্ডল। রেল স্টেনের প্লাটফর্ম থেকে সুদূর মুম্বই পাড়ি ছিল তাঁর প্রমাণ। তবে এই জার্নি-টা রূপকথার মতো শোনালেও বাস্তবে কিন্তু রানুর এই মুম্বাই সফর ছিল বেশ কঠিন। এহেন রানুকে এবার দেখা যাবে সেলুলয়েডের পর্দায়৷ তাঁকে নিয়ে নয় বরং তাঁর লড়াকু জীবন-কহানি নিয়ে তৈরি হতে চলেছে বায়োপিক৷

রানাঘাট স্টেশন থেকে গানের হাতে খড়ি। একটা গানেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রাতারাতি তারকা বনে গিয়েছেন লতাকণ্ঠী রানু। পাড়ি দিয়েছিলেন মুম্বই মায়াপুরীতে।। রানাঘাট ষ্টেশনের প্ল্যাটফর্মে বসে গান করে দিনাতিপাত করা রানু মণ্ডলের সেই বলিউড যাত্রা ছিল বেশ রোমহর্ষক৷ পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবিতে দুটি গান প্লে-ব্যাকও করেছেন তিনি। তার মধ্যে ‘তেরি মেরি প্রেম কহানি’ গানটি বেশ হিট হয়। তেমনি সেই গান নিয়েই রানুকে কটাক্ষ করা শুরু করেছিলেন নেটিজেনরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Ranu Mondal: এবার সেলুলয়েডে রানু মণ্ডলের বায়োপিক! গায়িকার চরিত্রে কে অভিনয় করছেন

অবশ্য এই সমস্ত এখন অতীত। অনেকে মনে করেছিলেন রানুকে আর স্টেশন চত্ত্বরে হাত পাততে হবেনা। তবে লকডাউন আর করোনা সব পালটে দিল। ‘ধরাকে সড়া জ্ঞান’ নয়, বরং আকাশকে সাক্ষী মনে করে নিজের খুপড়িতে ফিরতে হল। স্থানীয় কিছু সহৃদয় মানুষ ও ক্লাবের সাহায্যেই এখন কোনোমতে দিন কাটছে তাঁর। বিগত এক বছর ধরেই রানু মণ্ডলকে নিয়ে সিনেমা তৈরি করার পরিকল্পনা করছেন পরিচালক হৃষীকেশ মণ্ডল।

এহেন বর্ণময়, লড়াকু রানুকে নিয়ে এবার বায়োপিক তৈরি হতে চলেছে। পরিচালক ঋষিকেশ মণ্ডল রানুর এই লড়াই হিন্দি সিনেমার মাধ্যমে সেলুলয়েড তুলে ধরছেন। পর্দায় রানুর চরিত্রে দেখা যাবে ‘সেক্রেড গেমস’ খ্যাত অভিনেত্রী ঈশিকা দে’কে। সবকিছু ঠিক থাকলে এই বছর নভেম্বরে শুরু হবে সিনেমার শ্যুটিং। নতুন ছবির নাম ঠিক হয়েছে ‘মিস রানু মারিয়া’। ‘সেক্রড গেমস’, ‘পূর্ব পশ্চিম দক্ষিণ’, ‘ত্তর আসবেই’র মতো সিনেমাতে কাজ করে করে নিয়েছেন ঈশিকা। নতুন সিনেমার শ্যুট হবে কলকাতা, রানাঘাট এবং মুম্বইতে। এই ছবিতে নয়ের দশকের ফ্লেভার থাকবে ছবিতে এবং নিশ্চিতভাবে একাধিক গান থাকবে। সংগীত পরিচালনার দায়িত্বে সুরজিৎ, সিধু ও নীলাকাশ।

Ranu Mondal: এবার সেলুলয়েডে রানু মণ্ডলের বায়োপিক! গায়িকার চরিত্রে কে অভিনয় করছেন

About Author