ইনস্টাগ্রামে প্রতিনিয়ত চলতে থাকি তার রিলের বাহার। তার ইনস্টাগ্রম প্রফাইল এর লক্ষ্য লক্ষ্য ফলোয়ার্স। ছোট্টু পটল খুব তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে। তার রূপ অঙ্গভঙ্গি সমস্ত কিছুতেই আসছে বদল। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে হিয়ার ক্রপ টপ পড়ে বেলি ডান্সের ভিডিও ভাইরাল হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে তাঁর অসাধারণ বেলি ডান্স দর্শকদের আনন্দ দিয়েছে। তারি নাচের প্রতিবার প্রশংসা করছে সকলে। ছোট্টু হিয়ার ইনস্টাগ্রাম ফলোয়ার এখন আকাশ ছোঁয়া। পরবর্তী ক্যামেরার সামনে হয়তো খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের সকলের প্রিয় পটল কুমার অর্থাৎ হিয়া দে।
ক্রপ টপে বেলি ডান্স করে নেট দুনিয়া কাঁপাল পটল কুমার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
আমরা বাঙালিরা বরাবরই একটু বাংলা সিরিয়ালের প্রতি দুর্বল। সন্ধ্যা হলেই প্রায় সব বাঙালি পরিবারে স্টার জলসা জি বাংলা ইত্যাদি প্রায় চলতেই থাকে। এককালে স্টার জলসায় "পটল কুমার গান ওয়ালা" বলে…

By

আরও পড়ুন