আমরা বাঙালিরা বরাবরই একটু বাংলা সিরিয়ালের প্রতি দুর্বল। সন্ধ্যা হলেই প্রায় সব বাঙালি পরিবারে স্টার জলসা জি বাংলা ইত্যাদি প্রায় চলতেই থাকে। এককালে স্টার জলসায় “পটল কুমার গান ওয়ালা” বলে একটি সিরিয়াল খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। আর সেই জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল সিরিয়ালের প্রধান চরিত্র গ্রামের একটি মিষ্টি মেয়ে পটল। বাচ্চা মেয়েটির অভিনয় দর্শকদের মন ভরিয়ে দিয়েছিল।
আপনাদের সকলের পরিচিত পটলের আসল নাম হল হিয়া দে। হিয়ার তখন বয়স ছিল ছয় বছর। আর বর্তমানে হিয়া ১১ বছরে পা দিয়েছে। পটল কুমার সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর হিয়া জি বাংলা তে আলোছায়া সিরিয়ালে আলোর ভূমিকায় অসাধারণ অভিনয় করেছে। হিয়ার অন ক্যামেরা সমস্ত চরিত্রই শান্ত হলেও অফ ক্যামেরা বেস্ট চঞ্চল। বাড়ির লোক থাকে এইজন্য দুষ্টু বলেও দেখে থাকেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
ইনস্টাগ্রামে প্রতিনিয়ত চলতে থাকি তার রিলের বাহার। তার ইনস্টাগ্রম প্রফাইল এর লক্ষ্য লক্ষ্য ফলোয়ার্স। ছোট্টু পটল খুব তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে। তার রূপ অঙ্গভঙ্গি সমস্ত কিছুতেই আসছে বদল। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে হিয়ার ক্রপ টপ পড়ে বেলি ডান্সের ভিডিও ভাইরাল হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে তাঁর অসাধারণ বেলি ডান্স দর্শকদের আনন্দ দিয়েছে। তারি নাচের প্রতিবার প্রশংসা করছে সকলে। ছোট্টু হিয়ার ইনস্টাগ্রাম ফলোয়ার এখন আকাশ ছোঁয়া। পরবর্তী ক্যামেরার সামনে হয়তো খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের সকলের প্রিয় পটল কুমার অর্থাৎ হিয়া দে।