Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতের যে যে রাজ্যে করোনাতে মৃতের সংখ্যা শূন্য, দেখে নিন

ভারতে করোনা সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিনই সংক্রমণের পরিসংখ্যান রেকর্ড ভাঙছে। চতুর্থ দফার লকডাউনের পর থেকে এই সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বেড়েছে। করোনা সংক্রমণের পরিসংখ্যানের ভিত্তিতে বিশ্বের মধ্যে ভারত এখন…

Avatar

ভারতে করোনা সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিনই সংক্রমণের পরিসংখ্যান রেকর্ড ভাঙছে। চতুর্থ দফার লকডাউনের পর থেকে এই সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বেড়েছে। করোনা সংক্রমণের পরিসংখ্যানের ভিত্তিতে বিশ্বের মধ্যে ভারত এখন সপ্তম স্থানে রয়েছে। গত একদিনে করোনা সংক্রমণের সংখ্যা পুরোনো সব রেকর্ড ভেঙেছে। একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩০৪ জন। যা এখনও পর্যন্ত সর্বাধিক। মোট আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১৬ হাজার ৯১৯ জন।

গত ২৪ ঘণ্টাতে দেশে মৃত্যু হয়েছে ২৬০ জনের। মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৫ জন। তবে সুস্থতার হার ও অনেক বেশি। দেশে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৪ হাজার ১০৭ জন। বেশিরভাগ রাজ্যেই সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়ছে। কিন্তু বেশ কিছু রাজ্যে আছে যেখানে সংক্রমণের সংখ্যা কমছে এবং কোনো মানুষের এখনও পর্যন্ত মৃত্যু হয়নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবার দেখে নেওয়া যাক, কোন কোন রাজ্যে মৃতের সংখ্যা শূন্য-

১) ত্রিপুরা – মোট আক্রান্ত- ৪৬৮, সুস্থ হয়েছেন- ১৭৩ জন, মৃতের সংখ্যা- ০।

২) সিকিম – মোট আক্রান্ত- ২, সুস্থ হয়েছেন- ২, মৃতের সংখ্যা – ০।

৩) নাগাল্যান্ড – মোট আক্রান্ত – ৫৮, সুস্থ হয়নি কেউ, মৃতের সংখ্যা- ০।

৪) মিজোরাম– মোট আক্রান্ত- ১৪, সুস্থ হয়েছেন – ১, মৃতের সংখ্যা – ০।

৫) মনিপুর – মোট আক্রান্ত- ১১৮, সুস্থ হয়েছেন -৩৮ জন, মৃতের সংখ্যা – ০।

৬) গোয়া – মোট আক্রান্ত- ৭৯, সুস্থ হয়েছেন- ৫৭ জন, মৃতের সংখ্যা – ০।

৭) দাদরা ও নগর হাভেলি –মোট আক্রান্ত- ৮, সুস্থ হয়েছেন- ৭, মাটিতে সংখ্যা- ০।

৮) অরুণাচল প্রদেশ- মোট আক্রান্ত- ৩৮, সুস্থ হয়েছেন- ৩৭ জন, মৃতের সংখ্যা- ০।

৯) আন্দামান এবং নিকোবর – মোট আক্রান্ত- ৩৩, সুস্থ হয়েছেন- ৩৩, মৃতের সংখ্যা -০।

About Author