Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হেমা মালিনীর ওপর ভেঙে পড়ল দুঃখের পাহাড়, ছেলে ববি দেওল থেকে সানি দেওলের সামনে এল এই দুঃসংবাদ

একটা সময় বলিউড কাঁপিয়েছে হেমা মালিনী-ধর্মেন্দ্র জুটি। সেই শুরুর সময় থাকে একাধিকবার বড়পর্দায় একইসাথে ধরা দিয়েছেন তারা। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও তাদের জনপ্রিয়তা নেহাত কম নয়। পর্দা হোক কিংবা বাস্তব জীবন…

Avatar

একটা সময় বলিউড কাঁপিয়েছে হেমা মালিনী-ধর্মেন্দ্র জুটি। সেই শুরুর সময় থাকে একাধিকবার বড়পর্দায় একইসাথে ধরা দিয়েছেন তারা। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও তাদের জনপ্রিয়তা নেহাত কম নয়। পর্দা হোক কিংবা বাস্তব জীবন কেউ কখনই কারোর হাত ছাড়েননি। তবে এই মুহূর্তে প্রাণ সঙ্কটে ধর্মেন্দ্রর। চিন্তায় ঘুম উড়েছে হেমা মালিনী থেকে শুরু করে তাদের দুই পুত্রের। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই একাধিক প্রশ্ন উঠেছে সাধারণের মনে। হঠাৎ এমন কি হল যাতে প্রাণ সংশয়ে ভুগছেন অভিনেতা?

হেমা মালিনীর ওপর ভেঙে পড়ল দুঃখের পাহাড়, ছেলে ববি দেওল থেকে সানি দেওলের সামনে এল এই দুঃসংবাদ

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

খুব সম্প্রতি সূত্র মারফত জানা গিয়েছে, এক পরিচয়হীন ব্যক্তি অভিনেতা অর্থাৎ ধর্মেন্দ্রর প্রাণ নিয়ে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। অভিনেতার পাশাপাশি তার বাড়িরও ক্ষতি করবেন বলে জানিয়েছেন ঐ ব্যক্তি। উল্লেখ্য, এই খবর জানার পর থেকেই রাতের ঘুম উড়েছে গোটা পরিবারের। অভিনেতার চিন্তায় ভীত হয়ে রয়েছেন হেমা মালিনীসহ সানি দেওল ও ববি দেওল। এই মুহূর্তে মিডিয়ার পাতায় এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই চিন্তিত অভিনেতার অনুরাগীমহলও। এখন বেশিরভাগের প্রশ্ন কে ঐ ব্যক্তি?

খুব সম্ভবত এই খবর মিডিয়ার পাশাপাশি জেনে গিয়েছেন পুলিশের কর্মকর্তারাও। নিজেদের কাজও শুরু করে দিয়েছেন তারা। এতকিছুর পরেও অভিনেতাকে নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিন্ত হতে পারেননি পরিবারের সদস্যরাও। তবে এখনো পর্যন্ত ঐ পরিচয়হীন ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। আপাতত, সেই নিয়ে তাৎপর রয়েছেন মুম্বাই পুলিশের কর্মকর্তারা। গুরুত্ব সহকারেই পুরো বিষয়টি দেখছেন তারা। মিডিয়ার পাতায় এই খবর নিয়ে সাময়িক শোরগোল কিংবা উত্তেজনা দেখা দিলেও এই খবরের ঠিক কতটা সত্যতা রয়েছে! তা অবশ্য এখনো পর্যন্ত খতিয়ে দেখা সম্ভব হয়নি।

About Author