২৫% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে OnePlus এর এই প্রিমিয়াম স্মার্টফোন, সাথে পেতে পারেন ৫০০০ টাকা ডিসকাউন্টও

OnePlus এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফোন বুক করতে হবে

Advertisement

Advertisement

আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। এরমধ্যে Oneplus কোম্পানি বাজেট রেঞ্জে ও প্রিমিয়াম সেগমেন্টে অনেক ধরনের স্মার্টফোন রিলিজ করে। তারমধ্যে আবার এই কোম্পানি তাদের কিছু ফোনে বিশাল ডিসকাউন্ট দিচ্ছে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোন কিনলে আপনি ২৫% ডিসকাউন্টে Oneplus 10 Pro 5G কিনতে পারবে।

Advertisement

Oneplus 10 Pro 5G ফোনের কথা বলতে গেলে এতে Snapdragon 8Gen 1 প্রসেসর রয়েছে। এটি খুব শক্তিশালী চিপসেট। এতে ৬.৭ ইঞ্চির ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। LPO প্রযুক্তি সহ এই ফোনের ১২০hz রিফ্রেশ রেট সমর্থন করে। এই ফোনের পিছনে ট্রিপেল ক্যামেরা সেটআপ রয়েছে। এতে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ও ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা লেন্স আছে। এই ফ্রন্ট ক্যামেরা ৩২ মেগাপিক্সেলের। এর ১২ জিবি RAM ও ২৫৬ জিবি স্টোরেজ অপশন পাওয়া যাবে।

Advertisement

এবার আসা যাক অফারের কথায়। আপনি এই ফোন ২৫ শতাংশ ডিসকাউন্টে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করতে পারবেন। এই ফোনের দাম ৬৬,৯৯৯ টাকা। আপনি অফারে এই ফোন ৪৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এছাড়া Axis বা City ব্যাঙ্কের কার্ড ব্যবহার করতে ৫০০০ টাকা আরও ডিসকাউন্ট পাবেন। তাই আপনি যদি কম মূল্যে একটি প্রিমিয়াম ফোন কিনতে চান, তাহলে এটি ভালো অপশন হতে পারে।

Advertisement