Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

BREAKING NEWS: ক্রিকেট কে বিদায় জানালেন এই জনপ্রিয় নাইট রাইডার্সের ক্রিকেটার!

অজন্তা মেন্ডিস নাম টার সাথে অনেকেই পরিচিত শ্রীলঙ্কার সেই রহস্যময় স্পিনার বার বার দেশের জার্সিতে তুলে নিয়েছেন একের পর এক উইকেট কিন্তু তাই উপেক্ষিত থেকে গেছেন সারা জীবন। অনেকে বলেন…

Avatar

অজন্তা মেন্ডিস নাম টার সাথে অনেকেই পরিচিত শ্রীলঙ্কার সেই রহস্যময় স্পিনার বার বার দেশের জার্সিতে তুলে নিয়েছেন একের পর এক উইকেট কিন্তু তাই উপেক্ষিত থেকে গেছেন সারা জীবন। অনেকে বলেন ক্যারাম বলের প্রকৃত ব্যবহার তার থেকে ভালো কেও করত পারেন না একটা সময়ে এই বলেই ঘায়েল একের পর এক ব্যাটসম্যান কে। সেই অজন্তা মেন্ডিস মাত্র ৩৪ বছর বয়সেই অবসরের সিদ্ধান্ত নিলেন। শ্রীলঙ্কার জার্সিতে অভিষেক ঘটেছিল ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন ৮৭ টি একদিনের ম্যাচ নিয়েছেন ১৮৮ টি উইকেট একদিনের ক্রিকেটের পাশাপাশি দেশের জার্সি গায়ে খেলেছেন ১৯ টি টেস্ট সেখানে ৭০ টি উইকেট পান তিনি। টি টোয়েন্টি ফরম্যাটেও খেলেছেন ৩৯ টি ম্যাচ সেখানে ৬৬ টি উইকেটের মালিক এই রহস্যময় স্পিনার। আইপিএলে খেলেছেন কলকাতা নাইট রাইডার্স ও পুনে ওয়ারিয়ারস ইন্ডিয়ার হয়ে। ২০১৫ সালে দেশের জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছিলেন এরপর থেকেই প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতেন তিনি। তাই দেশের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন মেন্ডিস হয়তো কিছুটা অভিমানী হয়েই এই সিদ্ধান্ত নেন। শ্রীলঙ্কার জার্সিতে এতো উজ্জ্বল প্রদর্শন করার পরেও ব্রাত্য থেকে গিয়েছেন তিনি সেই আক্ষেপ বুকে নিয়ে এই সিদ্ধান্ত নিলেন মেন্ডিস।

About Author