ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

oneplus এর অবস্থা খারাপ করে দেবে মোটোরোলার এই নতুন স্মার্টফোন, জেনে নিন সমস্ত ফিচার এবং দাম

ভারতের বাজারে সম্প্রতি মোটোরোলা কোম্পানিটি লঞ্চ করে দিয়েছে তাদের নতুন স্মার্টফোন edge 40 neo 5g

Advertisement
Advertisement

ভারতের লঞ্চ হয়ে গেল মটোরোলা কোম্পানির নতুন ফাইভজি স্মার্টফোন। এর আগে অন্যান্য দেশে লঞ্চ করা হলেও এবারে দেশের বাজারে হাজির হয়েছে নতুন মটোরোলা এজ ৪০ নিও ৫জি। এই ফোনে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। এর সাথে এই স্মার্ট ফোনে আপনারা পাচ্ছেন একটি ফ্রন্ট ক্যামেরা সেটআপ যেখানে একটি হোল পাঞ্চ কাট আউট রয়েছে। lenovo অধিকৃত মটোরোলা সংস্থার এই নতুন ফাইভজি স্মার্টফোনে আপনারা পাচ্ছেন ৮ কোরের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৩০ প্রসেসর। এছাড়াও এই স্মার্টফোনে পাওয়া যাচ্ছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ যেখানে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে। এছাড়াও এই স্মার্টফোনে রয়েছে ৫০০০ MAH এর ব্যাটারি এবং ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

Advertisement
Advertisement

এই ফোনে রয়েছে ৮ জিবি ৱ্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ভারতে এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে ২৩৯৯৯ টাকা। এছাড়াও এই স্মার্টফোনের একটি ১২ জিবি ৱ্যাম ও ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে। এই ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ২৫৯৯৯ টাকা। এই মুহূর্তে তিনটি আলাদা আলাদা রঙে লঞ্চ হয়েছে মোটোরোলার এই নতুন স্মার্টফোন। আপনারা এই স্মার্ট ফোন পেয়ে যাচ্ছেন BLACK BEAUTY, CANEEL BAY ও SOOTHING SEA এই তিনটি রঙে। এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ফ্লিপকার্ট থেকে আপনি স্মার্ট ফোন কিনতে পারছেন। এছাড়াও ২৮শে সেপ্টেম্বর এর পর থেকে বিভিন্ন রিটেল স্টোরে আপনি এই স্মার্টফোন দেখতে পাবেন।

Advertisement

এর পাশাপাশি এই স্মার্টফোনে আপনারা পাচ্ছেন ডুয়াল ন্যানো সিম সাপোর্ট এবং তার সাথেই রয়েছে এন্ড্রয়েড ১৩ সাপোর্ট। এই স্মার্টফোনে ৬.৫৫ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে রয়েছে। দু বছরের অপারেটিং সিস্টেম আপডেট দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। এই স্মার্ট ফোনে আপনারা পাবেন দুটি রিয়ার ক্যামেরা যার মধ্যে প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেলের। এছাড়াও রয়েছে এই স্মার্টফোনের সাথে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। এর সাথেই আপনারা পাচ্ছেন ১৩ মেগাপিক্সেলের একটি সেন্সর যেটি হলো আদতে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই স্মার্টফোনের উপরে ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৩২ মেগাপিক্সেলের।

Advertisement
Advertisement

মটোরোলার এই নতুন স্মার্ট ফোনে আপনারা পাচ্ছেন ip68 রেটিং। অর্থাৎ কোনরকম ধুলো অথবা জলের ঝাপটায় এই ফোন নষ্ট হবে না। মোটোরোলা সংস্থাটি দাবি করেছে একবার চার্জ দিলে এই স্মার্টফোন ৩৬ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দিতে পারে। এই ফোনে ডুয়াল স্পিকার রয়েছে এবং তার সাথেই রয়েছে ডলবি এটমস টেকনোলজি সিস্টেম সাপোর্ট। কানেক্টিভিটি অপশন এর মধ্যে রয়েছে ব্লুটুথ ওয়াইফাই, ফাইভ-জি সাপোর্ট, জিপিএস ফিচার, হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ সি পোর্ট। এছাড়াও একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এই স্মার্টফোনে।

Advertisement

Related Articles

Back to top button