আজকের ডিজিটাল যুগের সাথে তালে তাল মিলিয়ে চলতে গিয়ে আট থেকে আশি সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকেন। ভারতীয় মার্কেটে একাধিক কোম্পানি প্রায় রোজ নতুন নতুন ফোন লঞ্চ করে। প্রিমিয়াম রেঞ্জ এবং বাজেট রেঞ্জে বিভিন্ন কোম্পানি তাদের আধিপত্য বিস্তার করছে। ভারতীয় স্মার্টফোন মার্কেটে বেশ ভালই জনপ্রিয়তা রয়েছে নোকিয়া কোম্পানির। এবার তারা বিশ্ববাজারে নতুন করে আধিপত্য বিস্তার করছে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করে। এই নতুন স্মার্টফোন মার্কেটে এলে যে ব্যাপক সাড়া ফেলবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই।
নোকিয়ার এই নতুন স্মার্টফোন হয়তো টেক্কা দিতে পারে প্রিমিয়াম কিং আইফোনকেও। নোকিয়ার এই নতুন স্মার্টফোনের নাম Nokia 7610 Prime 5G। এই অত্যাধুনিক স্মার্টফোনের ফিচার শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। নোকিয়া কোম্পানির এই স্মার্টফোনটিতে শক্তিশালী ক্যামেরা পাওয়া যাচ্ছে। এরসাথে ব্যাটারি ব্যাকআপও ভালো পাওয়া যাবে। তাই অনেকেই মনে করছেন যে এই ফোন টেক্কা দেবে আইফোনকেও।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowNokia 7610 Prime 5G ফোনে রয়েছে উন্নত ক্যামেরা প্রযুক্তি ও বিভিন্ন টপ এন্ড স্পেসিফিকেশন। এতে 4K রেজোলিউশনের ৭.৬ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এর উচ্চ রেজোলিউশনের স্ক্রিন আপনার মন জয় করে নেবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 1 চিপসেট রয়েছে। এছাড়া এই ফোনে ১২ GB RAM এবং ২৫৬ GB/৫১২ GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনে অপারেটিং সিস্টেম ১৩ এ চলে।
নোকিয়ার এই ফোনের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে যাতে প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেলের। এছাড়া একটি ৪৮ এমপি ও অন্যটি ১২ এমপির। এছাড়া এই ফোনে ৪৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আর এই ফোন একবার চার্জ করলে আর চিন্তার দরকার নেই। এই ফোনে পাওয়া যাবে ৭২০০ mah এর ব্যাটারি প্যাক।