ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক স্কুটার বা ইলেকট্রিক ভেহিকেল। তবে মার্কেটে জনপ্রিয়তা পেলেও রিয়েল লাইফে এই সমস্ত গাড়ি ব্যবহারের অন্যতম প্রধান সমস্যা হল এগুলির রেঞ্জ। তবে এই সমস্যা সমাধান করে এবার ইভি মার্কেটে নতুন করে ধামাকা আনতে চলেছে ফার্স্ট অটো ওয়ার্কস বা FAW। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।
ভারতীয় মার্কেটে ইভি গাড়ির চাহিদা দেখে দেশীয় কোম্পানি ছাড়াও বিভিন্ন বিদেশী কোম্পানি তাদের নতুন নতুন গাড়ি লঞ্চ করছে। ফার্স্ট অটো ওয়ার্কস এবার ভারতের রাস্তায় বেস্টুন ব্র্যান্ডের অধীনে Xiaomi-এর ছোট বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করেছে যা হবে একটি মাইক্রো ইভি। চীনের পথ ধরে এবার হয়তো ভারতের মাটিতে মাইক্রো গাড়ির চাহিদা বাড়বে। আর সেই টার্গেট অডিয়েন্সদের খুশি করতে লঞ্চ হল বেস্টুন শাওমার ইলেকট্রিক গাড়ি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowFAW এই বছরের এপ্রিলে সাংহাই অটো শোতে দুটি ভেরিয়েন্ট, হার্ডটপ এবং কনভার্টেবলে সেরা-টিউন করা শাওমাকে শো করিয়েছিল। এই গাড়িতে ৩ টি দরজা আছে। এতে ৭ ইঞ্চির একটি ইনফটেন্টমেন্ট স্ক্রিন পাবেন। গাড়িটিকে পাওয়ার দেওয়ার জন্য একটি ২০ kW এর বৈদ্যুতিক মোটর দেওয়া হয়েছে, যা একবার চার্জে ৮০০ কিমি থেকে ১২০০ কিমি রেঞ্জ দিতে সক্ষম। নিরাপত্তার জন্য Bestune Xiaomi-এ ড্রাইভার সাইড এয়ারব্যাগ পাওয়া যাচ্ছে। এই গাড়ির দাম প্রায় ৫০,০০০ ইউয়ান রাখা হয়েছে যা ভারতীয় মূল্যে ৫.৭৮ লাখ টাকা হবে। এই মাস থেকেই আপনি এই গাড়ি বুক করতে পারবেন।