যাদের পরিবারের সদস্য সংখ্যা কম এবং যাদের পরিবার মোটামুটি আকারে অনেকটাই ছোট তাদের জন্য এবারে একটি নতুন গাড়ি নিয়ে এলো মারুতি সুজুকি। এমনিতেই এই মার্কেটে টাটা পাঞ্চ একটি অত্যন্ত জনপ্রিয় এসইউভি গাড়ি হয়ে উঠেছে। তাই এবারে টাটার সঙ্গে মোকাবিলা করতেই নতুন গাড়ি নিয়ে হাজির মারুতি সুজুকি। এই গাড়ির দাম হবে ভারতীয় মুদ্রায় মাত্র ১০ লক্ষ টাকার নিচে। তাতেই আপনি একটি অত্যাধুনিক ডিজাইন এবং ফিচার বিশিষ্ট এসইউভি গাড়ি পেয়ে যাবেন। সম্প্রতি ভারতের বাজারে CITROEN C3 গাড়িটি লঞ্চ হয়েছে। এই গাড়ির এয়ার ক্রস ভার্সন ভারতীয়দের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়ে গিয়েছে। তাই এবারে তাদের সঙ্গে মোকাবিলা করতে maruti suzuki নিয়ে আসছে তাদের নতুন গাড়ি HUSTLER।
বর্তমানে এই গাড়িটি বিশ্ববাজারে বেশ পছন্দের গাড়ি হয়ে উঠেছে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন একটি ৬৬০ সিসি শক্তিশালী ইঞ্জিন। এই গাড়ির ইঞ্জিনে মোট পাঁচটি ভেরিয়েন্ট আপনি দেখতে পাবেন। LXi, VXi, ZXi, ZXi+, ও আলফা এই পাঁচটা ভেরিয়েন্টে আপনি এই গাড়ি দেখতে পাবেন। মনে করা হচ্ছে ২০২৫ সালে এই গাড়ির ইলেকট্রিক ভ্যারিয়েন্ট বাজারে লঞ্চ করবে। এই গাড়ির ইঞ্জিন আপনাকে ২৩ থেকে ৩২ কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত মাইলেজ দেবে। এই গাড়ির হুইল বেস ভালো থাকার কারণে ১৮০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেবে এই গাড়িটি। এছাড়াও এই গাড়িতে একটি সাত ইঞ্চি ইমফোটেইনমেন্ট ডিসপ্লে রয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভারতের বাজারে এই গাড়িটি আপনি পাবেন ৬.৯৯ লক্ষ টাকার প্রাথমিক মূল্যে। এই গাড়ির সর্বাধিক দাম হতে পারে ১০.৪৯ টাকা। নতুন আপডেটের ভার্সন এর সাথে ভারতে লঞ্চ হতে পারে এই গাড়িটি। ২০২৩ সালের শেষ দিক নাগাদ বা ২০২৪ সালে ভারতের বাজারে আসবে এই গাড়িটি। বর্তমানে কোম্পানিটি এই বিষয়ে এখনও পর্যন্ত কোন তথ্য জানায়নি।