Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মানবিকতার নজির, স্ত্রীয়ের শ্রাদ্ধানুষ্ঠানের টাকায় গরীবদের খাওয়ালেন এই ব্যক্তি

শ্রেয়া চ্যাটার্জি - করোনা ভাইরাস এর জন্য গোটা দেশজুড়ে লকডাউন চলছে। সরকারি-বেসরকারি উদ্যোগে অনেকেই প্রতিদিন খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে সর্বত্র। তা সত্ত্বেও অনেকেই প্রতিদিন লড়াই করে চলেছেন দু'মুঠো ভাতের জন্য।…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাস এর জন্য গোটা দেশজুড়ে লকডাউন চলছে। সরকারি-বেসরকারি উদ্যোগে অনেকেই প্রতিদিন খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে সর্বত্র। তা সত্ত্বেও অনেকেই প্রতিদিন লড়াই করে চলেছেন দু’মুঠো ভাতের জন্য। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ভিডিও ভাইরাল হয়েছে, দিল্লিতে এক ভবঘুরে রাস্তায় পড়ে থাকা দুধ তুলছে তার মাটির সরায়, আবার কখনো দেখা গেছে শ্মশানের কলা খেতে ব্যস্ত কিছু মানুষ। এই ছবিগুলো করুন পরিস্থিতির কথাই তুলে ধরে।

চারিদিকের ভয়াবহ পরিস্থিতি দেখে আসামের একজন মানুষ সিদ্ধান্ত নেন তিনি গরীব মানুষদের সাহায্য করবেন। ৫২ বছরের গোলাপ গোগোই যিনি ভেলোগুড়ি গ্রামে থাকেন, তিনি তার স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠানে জায়গায় সেই অর্থে গরীবদের খাওয়াচ্ছেন। গোলাপ জানিয়েছেন, সে এই কাজটি করতে পেরে ভীষণ খুশি। এই কাজটি করার আগে তিনি তার গ্রামের বয়স্ক মানুষদের থেকে মতামত নিয়েই এই কাজটি শুরু করেছেন। তার মতে, শ্রাদ্ধানুষ্ঠানে থেকেও এই কাজটি করে তিনি তার স্ত্রী এর প্রতি অনেক শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শ্রাদ্ধানুষ্ঠান মানেই তো ধর্মীয় আচার বিচারের পরে বাড়ির কজন এবং স্থানীয় লোককে পাত পেড়ে বসিয়ে খাওয়ানো, কিন্তু এক্ষেত্রে যে মানুষ গুলো খেতে পারছে না, তাদের হাতে খাবার তুলে দেওয়ার মত পুণ্যের কাজ বোধহয় আর হয় না। এইজন্য গোলাপকে স্যালুট জানাতে হয়। তার এই কাজ যথেষ্ট প্রশংসনীয়। তার কাছে এই মুহূর্তে সামাজিক আচার বিচারের চেয়েও মানবিকতা সবার আগে স্থান পেয়েছে, এটাই তো অনেক।

About Author