এই মুহূর্তে ‘ফিজেন’ নামের একটি টুইটারের পেজ থেকে একটি ঝলক ভাইরাল হয়েছে, যেখানে একটি ছোট্ট বাচ্চা মেয়েকে নিজের হাতে একটি হরিণকে খাইয়ে দিতে দেখা গিয়েছে। এরপরেই আবার তার সামনে মাথা নিচু করে ধন্যবাদ ও বিদায় দুটোই চেয়ে নিতেও দেখা গিয়েছে তাকে। তার দেখাদেখি হরিণটিও তাকে নকল করে মাথা নিচু করেছিল। আর খুব স্বাভাবিকভাবেই সেই ঝলক নজর কেড়েছে বেশিরভাগের। এরপরই সেখান থেকে চলে যায় বাচ্চাটি। এই মুহূর্তে বাচ্চাটির সারল্যের পাশাপাশি চর্চা চলছে হরিণটির সারল্য নিয়েও। বলাই বাহুল্য, এই মুহূর্তে এই ১০ সেকেন্ডের ভিডিও মুগ্ধ করেছে নেটনাগরিকদের অধিকাংশকে।বাচ্চাদের সারল্যের কাছে হার মানে সকলেই। আর নিরীহ নির্বাক প্রাণীদের সারল্য নিয়ে আর আলাদাভাবে বলার কিছুই নেই। তবে এবার সেই দুই সারল্যের আরো এক দৃষ্টান্ত মিলল সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই। আপাতত এই মিষ্টি ঝলকই মন ভালো করে দিয়েছে অধিকাংশ নেটজনতার। জটিলতার দুনিয়ায় এমন ঝলক সত্যিই নজরকাড়ে, মানছেন একাংশ।Two innocents know each other's language! 💓💕pic.twitter.com/QgghxJ3NvG
— Figen (@TheFigen_) May 23, 2023
Viral: হরিণকে নিজের হাতে খাইয়ে দিল এই খুদে, ভিডিও ভাইরাল হতেই তাদের সারল্যে মুগ্ধ গোটা নেটদুনিয়া
সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই…

আরও পড়ুন