Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এই কারণে মালাইকা অরোরারকে ডিভোর্স দেন আরবাজ খান, নিজেই জানিয়েছেন পুরো সত্য

'মুভিং ইন উইথ মালাইকা'তে অভিনেত্রী সঞ্চালিকা ভূমিকায় রয়েছেন। এই শো থেকেই জানা গিয়েছে আরবাজ খানকে বিয়ের প্রস্তাব প্রথমে অভিনেত্রীই দিয়েছিলেন। একথা অবশ্য জানতেন না অনেকেই। সেই কথা প্রকাশ্যে এসেছে মালাইকার…

Avatar

‘মুভিং ইন উইথ মালাইকা’তে অভিনেত্রী সঞ্চালিকা ভূমিকায় রয়েছেন। এই শো থেকেই জানা গিয়েছে আরবাজ খানকে বিয়ের প্রস্তাব প্রথমে অভিনেত্রীই দিয়েছিলেন। একথা অবশ্য জানতেন না অনেকেই। সেই কথা প্রকাশ্যে এসেছে মালাইকার উল্লেখ্য শোয়ের মাধ্যমে। জানা গিয়েছে, একদিন বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন আরবাজ খান। আর সেদিন তাকে আটকাতে বিয়ের প্রস্তাব রেখেছিলেন অভিনেত্রী। আর অভিনেত্রীর এই প্রস্তাবের উত্তরে খুব মিষ্টি করেই অভিনেতা জানিয়েছিলেন, জায়গা ও দিন ঠিক করা হলেই তিনি পৌঁছে যাবেন।

তবে সবকিছু ঠিকঠাক এগুলোও কিছু ব্যক্তিগত সমস্যা তাদের সম্পর্কের মাঝে বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছিল। আর সেই বিরক্তি থেকে মুক্তি পেতেই আরবাজ ও মালাইকা একে অপরের থেকে বিচ্ছেদ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বর্তমানে তারা আলাদা আলাদা সম্পর্কে যুক্ত থাকলেও একে অপরকে যথেষ্ট সম্মান করে চলেন। কারণ প্রাক্তন স্বামী-স্ত্রী হওয়া ছাড়াও তাদের আরো একটা পরিচয় রয়েছে, তারা আরহানের অভিভাবক। আর সেই দায়িত্ব কখনোই অবহেলা করেননি তারা। ছেলেকে নিজেদের ব্যস্ততার মাঝে থেকেও সময় দেন তারা। তার একাধিক ঝলক অবশ্য সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরবাজ খান ও মালাইকা আরোরা বলিউডের অন্যতম দুই পরিচিত মুখ। ইন্ডাস্ট্রিতে তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা পরিচিতি রয়েছে। অবশ্য সেকথা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। মালাইকা আরোরার সাথে দীর্ঘ সম্পর্কের পর বিয়ে করেছিলেন তারা। তবে তাদের বিবাহিত জীবনে বিচ্ছেদ ঘটেছে অনেকদিনই। এরপর নতুন করে আবারো সম্পর্কে জড়িয়েছেন দুজনেই। মালাইকা আরোরা আপাতত অর্জুন কাপুরের সাথে চুটিয়ে প্রেম করছেন, সময় কাটাচ্ছেন একান্তে। অন্যদিকে আরবাজ খানও প্রেম করছেন তার সুন্দরী প্রেমিকা জর্জিয়া এন্দ্রেয়ানির সাথে। উল্লেখ্য, তিনি মডেল হওয়ার পাশাপাশি একজন অভিনেত্রীও।

About Author