Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Grand Vitara বা XUV কে টক্কর দিল Tata কোম্পানির এই লোহার গাড়ি, আছে উন্নত নিরাপত্তা ফিচার

ভারতীয় বাজারে আজকাল একাধিক কোম্পানি দুর্দান্ত সব গাড়ি লঞ্চ করছে। সবচেয়ে বেশি বিক্রির পরিসংখ্যান দেখলে এগিয়ে রয়েছে মারুতি সুজুকি ব্র্যান্ড। তবে দেশীয় কোম্পানি হিসেবে সম্প্রতি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে অভূতপূর্ব উন্নতি করেছে…

Avatar

ভারতীয় বাজারে আজকাল একাধিক কোম্পানি দুর্দান্ত সব গাড়ি লঞ্চ করছে। সবচেয়ে বেশি বিক্রির পরিসংখ্যান দেখলে এগিয়ে রয়েছে মারুতি সুজুকি ব্র্যান্ড। তবে দেশীয় কোম্পানি হিসেবে সম্প্রতি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে অভূতপূর্ব উন্নতি করেছে টাটা মোটরস। এই কোম্পানির একাধিক গাড়ি আজকাল যুব সমাজের প্রথম পছন্দ। বিশেষ করে SUV সেগমেন্টে এই গাড়ির জয়জয়কার চলছে। এই কোম্পানির Nexon সর্বোচ্চ বিক্রির তালিকায় ছিল। তবে ২০২২ সালে যেই কোম্পানি ঘোষণা করে এই গাড়ির ফেসলিফট লঞ্চ হবে, তখন থেকেই এই গাড়ির বিক্রি কমে যায়। এমনকি গাড়িটি শীর্ষ ১০ এর তালিকা থেকেও বেরিয়ে যায়। তবে ২০২৩ সালে Nexon গাড়ির ফেসলিফ্ট লঞ্চ হতেই তা ব্যাপক জনপ্রিয়তা পায়।আপনি শুনলে অবাক হবেন যে সেপ্টেম্বর মাসে ১৫৩২৫ ইউনিট Nexon ফেসলিফ্ট বিক্রি হয়। নেক্সন ফেসলিফ্টে, কোম্পানি শুধু নকশাই পরিবর্তন করেনি, কোম্পানি গাড়ির নিরাপত্তা বৈশিষ্ট্যও বাড়িয়েছে। এর মানে এখন নেক্সনের আয়রন আরও শক্তিশালী হয়েছে। এই নতুন গাড়িতে সামনের বাম্পার এবং বনেটেও দেওয়া হয়েছে সম্পূর্ণ নতুন এবং স্পোর্টি ডিজাইন। এর পাশাপাশি গাড়ির টেল ল্যাম্প এবং পেছনের বাম্পারের ডিজাইনও নতুন। এছাড়া গাড়ির রাইড আরামদায়ক করার জন্য দেওয়া হয়েছে এক্সট্রা কুশনিং।কসমেটিক পরিবর্তন ছাড়াও এই গাড়ির অনেক ফিচার পরিবর্তন করা হয়েছে। এতে ৬ টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ABS, EBD, চাইল্ড লক, ISOFIX চাইল্ড সিট সহ অনেক নিরাপত্তার ফিচার আছে। এছাড়া রয়েছে ১০.২৫ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ক্লাইমেট কন্ট্রোল এসি, রিয়ার এসি ভেন্ট ইত্যাদি। তবে কোম্পানি তাদের ফেসলিফটে ইঞ্জিনের কোনো পরিবর্তন করেনি। এই গাড়ির বেস ভ্যারিয়েন্ট এর দাম ৮.১০ লাখ টাকা। এর শীর্ষ মডেলের দাম প্রায় ১৫.৫০ লাখ টাকা।
About Author