আপনি কি স্বল্প বিনিয়োগ করে বড় রোজগার করতে চান তাহলে আপনার জন্য পোস্ট অফিস একটি বিশেষ সুযোগ-সুবিধা নিয়ে এসেছে। সম্প্রতি ভারতীয় পোস্ট অফিস একটি নতুন স্কিম তৈরি করেছে যার মাধ্যমে আপনি অল্প সময়ের মধ্যে অনেকটা রিটার্ন পেয়ে যাবেন এবং কম বিনিয়োগের মাধ্যমে অনেক টাকা রোজগার করতে পারবেন। এই স্কিমের নাম দেওয়া হয়েছে গ্রাম সুমঙ্গল গ্রামীণ ডাক জীবন বীমা যোজনা। এবং এই স্কিম অনুযায়ী আপনি প্রতিদিন যদি ৯৫ টাকা করে ইনভেস্ট পারেন তাহলে আপনি ১৪ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন একটা সময়।
১৯৯৫ সালে এই জীবন বীমা প্রকল্প শুরু হয়েছিল এবং এর অধীনে আরো পাঁচটি বীমা পরিকল্পনা রয়েছে। এই স্কিম আপনি ১৫ এবং ২০ বছরের জন্য করতে পারবেন এবং এখানে আপনি আপনার পুরো টাকা ম্যাচিওর হওয়ার আগে ৩ বার টাকা তুলতে পারবেন। পলিসি ম্যাচিওর হবার পরে পুরো টাকা তুলতে পারবেন। এছাড়া যদি ম্যাচিওর হবার আগে কেউ মারা যায় তাহলে পলিসি টাকার পাশাপাশি বোনাস পাবেন। আপনার বয়স যদি ১৯ বছরের বেশি হয় তাহলে আপনি এই স্কিমের জন্য এপ্লাই করতে পারবেন। সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত এই স্কিমের জন্য এপ্লাই করা যাবে। এই স্কিম চালু থাকবে ১৫ বা ২০ বছরের জন্য। আপনার বয়স্ ৪০ এর কম হলেই আপনি ২০ বছরের পলিসি নিতে পারবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএছাড়াও জানিয়ে রাখি এখানে সর্বাধিক ২০ লক্ষ টাকা পর্যন্ত বীমা করা যায়, আর পাওয়া যায় বোনাস। বোনাসের ব্যাপারে বলতে গেলে, প্রতি বছর আপনি ৪৮,০০০ টাকার বোনাস পেয়ে যাবেন। এক বছরে সাম আসিয়োর্ড ১ লক্ষ টাকার বোনাস হবে ৩৩,৬০০ টাকা। ২০ বছর পরে এই টাকা দাঁড়াবে ৬.৭২ লক্ষ টাকায়। ২০ তম বছরে আপনি বাকি ২.৮ লক্ষ টাকা পাবেন। সব মিলিয়ে ২০ বছরে আপনার হাতে আসবে ১৯.৭২ লক্ষ টাকা।