ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

FD-র সুদের হার বাড়ালো এই সরকারি ব্যাংক, ১ লক্ষ টাকায় পেয়ে যাবেন ১৯ হাজার টাকা সুদ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরে এবারে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার বৃদ্ধি করেছে

Advertisement
Advertisement

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরে এবারে আরো একটি সরকারি ব্যাংক তাদের সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। একটি নতুন নোটিফিকেশনের মাধ্যমে সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দু কোটি টাকার কম মেয়াদের ফিক্স ডিপোজিটের সুদের হার ০.২৫ শতাংশ বৃদ্ধি করেছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাংকের ওয়েবসাইট অনুসারে, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাধারণ গ্রাহকরা ৭ দিন থেকে ৪৫ দিনের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে এখন ৩ শতাংশ করে সুদ পেয়ে যাচ্ছেন। ৪৬ দিন থেকে ৯০ দিনের ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৪.০৫ শতাংশ। ৯১ দিন থেকে ১৮০ দিনের মধ্যে ফিক্স ডিপোজিট এর সুদের হার ৪.৩০ শতাংশ, ১৮১ দিন থেকে এক বছরের কম মেয়াদের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার ৫.২৫ শতাংশ। এক বছর থেকে ৩৯৮ দিনের ক্ষেত্রে ফিক্স ডিপোজিটের সুদের হার ৬.৭৫ শতাংশ এবং ৩৯৯ দিনের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে এফডিতে সুদের হার ০.২৫ শতাংশ বেড়ে হয়েছে ৭.২৫ শতাংশ।

Advertisement
Advertisement

চারশো দিন থেকে তিন বছরের কম মেয়াদের স্থায়ী আমানতে এই মুহূর্তে ব্যাংকটি ৬.৫০ শতাংশ সুদের হার অফার করছে। এর আগে এই সুদের হার ছিল ৬.৩০ শতাংশ। ৩ বছর থেকে ১০ বছরের মধ্যে ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার এই মুহূর্তে ৬.৭০ শতাংশ। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৩ বছরের ফিক্স ডিপজিটে সুদের হার ৬.৭০ শতাংশ রয়েছে এই মুহূর্তে। যদি আপনি ১ লক্ষ টাকার ফিক্স ডিপোজিট করে থাকেন তাহলে তিন বছরে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ১৯,১০০ টাকা সুদ পেয়ে যাবেন আপনি। মনে রাখবেন, এই সুদের হার ২৭ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বৈধ। বিভিন্ন সময়ে কিন্তু স্থায়ী আমানতের সুদের হার পরিবর্তন করতে পারে ব্যাংক।

Advertisement

প্রসঙ্গত জানিয়ে রাখি, এই মুহূর্তে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রবীণ নাগরিকরা কিন্তু সাধারণ নাগরিকদের তুলনায় ০.৫০ শতাংশ বেশি সুদ পেয়ে যান। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যদি প্রবীন নাগরিকরা একাউন্ট খোলেন তাহলে তারা ৩.৫০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ পেয়ে যাবেন। এই সুদের হার ৭ দিন থেকে ১০ বছরের সময়ের মধ্যে পাওয়া যাবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button