ভবিষ্যৎ সুরক্ষিত করতে সঠিক সময়ে বিনিয়োগের (Investment) প্রতি নজর দেন অনেকেই। ভবিষ্যতের জন্য সময় থাকতেই কমবেশি অনেকেই টাকা জমিয়ে রাখেন বিভিন্ন প্রকল্পে। বেশি টাকা উপার্জন করতে কে না চায়? তাই এমন কিছু প্রকল্প বা স্কিম বাজারে উপলব্ধ রয়েছে যেখানে বিনিয়োগ করলে জমা টাকার থেকে বেশি ফেরত পাওয়া যায়। তবে বিনিয়োগ মানে শুধু টাকাই নয়, সোনাও বিনিয়োগ করে থাকেন অনেকেই। বিশেষ করে বিগত কয়েক বছরে সোনা বিনিয়োগকারীরা মোটা লাভের মুখ দেখেছেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গোল্ড বন্ড স্কিমে প্রচুর মুনাফা পেয়েছেন সোনা বিনিয়োগকারীরা।
পোস্ট অফিস এবং ফিক্সড ডিপোজিটের তুলনায় আরবিআই এর এই স্কিমে রয়েছে বেশি রিটার্ন। একটি কিস্তি ম্যাচিউর হওয়ার আগেই লাভ পেয়েছেন বিনিয়োগকারীরা। উল্লেখ্য, ২০১৭-১৮ র জন্য গোল্ড বন্ড সিরিজের রিডেম্পশন প্রাইজ ঘোষণা করেছে আরবিআই। প্রতি ইউনিটে এই সোনার রিডেম্পশন প্রাইজ ৭১৬৫ টাকা। আর বিনিয়োগকারীরা প্রতি ইউনিটে পাচ্ছেন ৪২৬৪ টাকা। অবশ্য ২০১৭ সালের ২০ নভেম্বর এই কিস্তিটি কেনার জন্য খোলা হলে সে সময়ে এই বন্ডের অধীনে ১ গ্রাম সোনার দাম ছিল ২৯০১ টাকা। অর্থাৎ এই সাত বছরে বিনিয়োগকারীরা প্রায় ১৪৭ শতাংশ রিটার্ন পেয়েছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowইন্ডিয়ান বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন ২৯ এপ্রিল থেকে ৩ মে ২০২৪ পর্যন্ত রিডেম্পশন মূল্য নির্ধারণ করেছে। এদিকে আরবিআই এর নিয়ম অনুযায়ী, গোল্ড বন্ডের অধীনে যে কোনো বিনিয়োগকারী সোনা বিক্রি করে লাভের অংশ জমা করতে পারেন। এখন যদি কেউ Sovereign Gold Bond এর অধীনে সোনা বিক্রি করতে চান তাহলে তিনি ২.৫ গুণ টাকা ফেরত পাবেন। অর্থাৎ এই সময়ের মধ্যে যদি কেউ ২০১৭-১৮ সিরিজের গোল্ড বন্ডে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি এখন রিটার্নে ২.৪৭ লক্ষ টাকা পেতেন।
Sovereign Gold Bond এর অধীনে বর্তমানে সুদের হার বার্ষিক ২.৫ শতাংশ। এই স্কিমে লক ইন পিরিয়ড হল ৪ বছর। প্রতি ছয় মাস অন্তর সুদ দেওয়া হয় এই স্কিমে।