Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ৩৯ মিনিটে চার্জ হবে এই বৈদ্যুতিক গাড়ি, রেঞ্জ দেবে ৪৫০ কিলোমিটারের

ভারতীয় গাড়ির বাজারে চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ইলেকট্রিক ভেহিকেল গাড়িগুলির মধ্যে একক চার্জে বেশ কিছু গাড়ি আপনাকে দারুন রেঞ্জ দিচ্ছে। এই সেগমেন্টে আসতে চলেছে এমজি মোটরস এর একটি নতুন…

Avatar

ভারতীয় গাড়ির বাজারে চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ইলেকট্রিক ভেহিকেল গাড়িগুলির মধ্যে একক চার্জে বেশ কিছু গাড়ি আপনাকে দারুন রেঞ্জ দিচ্ছে। এই সেগমেন্টে আসতে চলেছে এমজি মোটরস এর একটি নতুন গাড়ি। এই গাড়িটির নাম হবে MG 4 EV। এই গাড়িটি কোম্পানির নতুন প্রজন্মের গাড়ি হতে চলেছে যাতে আপনি আকর্ষণীয় রংয়ের বিকল্প পেয়ে যাবেন। এই গাড়িতে আপনি ৫১ কিলোওয়াট ঘন্টা এবং ৬৪ কিলোওয়াট ঘন্টা ব্যাটারি প্যাক পেয়ে যাবেন। এই শক্তিশালী ইলেকট্রিক ভেহিকেল ১৭০ পিএস শক্তি এবং ২৫০ নিউটন মিটার সর্বাধিক টর্ক তৈরি করতে পারে। এই গাড়িটি আপনাকে একটা দারুন গতি দিতে চলেছে, যা আপনি এই গাড়িতে ব্যবহৃত WLTP প্ল্যাটফর্মের মাধ্যমে পাবেন।

এই শক্তিশালী গাড়িটি সাধারণ চার্জার দিয়ে আপনি চার্জ করতে পারেন। এই গাড়িটি আপনি ২.২ কিলোওয়াট চার্জার দিয়ে ২০ ঘন্টার মধ্যে চার্জ করতে পারেন। এই গাড়িতে ৫১ কিলোওয়াট ঘন্টার একটি ব্যাটারী প্যাক রয়েছে যা চার্জ হতে প্রায় ২৬ ঘন্টা মত সময় নিয়ে থাকে। এই গাড়িতে আপনারা অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে সিস্টেম পেয়ে যাবেন। এর সাথে আপনি একটি ১০.২৫ ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এবং তার সাথেই থাকবে ইনফোটেইনমেন্ট সিস্টেম। এই গাড়িতে আপনারা পাচ্ছেন একটি সাত ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে। এই গাড়িটি আপনি কানেক্টেড কার ফিচার এর সাথে পেয়ে যাবেন। এই গাড়িতে ওয়ারলেস ফোন চার্জার এর মত বেশ কিছু উন্নত বৈশিষ্ট্য থাকছে। এই গাড়িতে নিরাপত্তার জন্য থাকছে এয়ার ব্যাগ, থাকছে এবিএস সিস্টেম এবং ৩৬০ ডিগ্রী ক্যামেরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই গাড়িতে বেশ কিছু উন্নত কানেক্টিভিটি ফিচার থাকছে। থাকছে অটোমেটিক ইমারজেন্সি ব্রেকিং, ক্রুজ কন্ট্রোল এবং লেন কিপ এসিস্ট এর মত দুর্দান্ত সুরক্ষার বৈশিষ্ট্য গুলি। এই গাড়িতে আপনারা এডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যালার্ট পেয়ে যাবেন। এই সিস্টেম তখন কাজ করে যখন সামনে কোন দুর্ঘটনার আশঙ্কা থাকে। এই গাড়িটি একবার সম্পূর্ণ চার্জ হলে ৪৫২ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। ২৫ লক্ষ টাকার এক্স শোরুম এর প্রারম্ভিক মূল্যে আপনি এই গাড়িটি পেয়ে যাচ্ছেন। এই গাড়িতে ৩৯.২ কিলোওয়াট ঘণ্টার এই ব্যাটারী প্যাক একবার চার্জ হলে ৪৫২ কিলোমিটার পর্যন্ত চলবে। এই গাড়িটি রাস্তায় ১৩৪ BHP পর্যন্ত শক্তি পেতে পারে। এই গাড়িটি ৬ ঘন্টায় সম্পূর্ণভাবে চার্জ হয়ে যায় এবং এই গাড়িতে রয়েছে অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম। ১৫০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জার দিয়ে মাত্র ৩৯ মিনিটে আপনি এই গাড়িটি চার্জ করতে পারবেন। গাড়িটির প্রারম্ভিক মূল্য হবে ৩০ লক্ষ টাকার আশেপাশে। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোন ঘোষণা করা হয়নি দাম সম্পর্কে।

About Author