ভারতীয় বাজারে আজকাল একাধিক কোম্পানি দুর্দান্ত সব গাড়ি লঞ্চ করছে। সবচেয়ে বেশি বিক্রির পরিসংখ্যান দেখলে এগিয়ে রয়েছে মারুতি সুজুকি ব্র্যান্ড। তবে দেশীয় কোম্পানি হিসেবে সম্প্রতি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে অভূতপূর্ব উন্নতি করেছে টাটা মোটরস। এই কোম্পানির একাধিক গাড়ি আজকাল যুব সমাজের প্রথম পছন্দ। হ্যাচব্যাক থেকে শুরু করে এসইউভি বিভিন্ন সেগমেন্টে এই কোম্পানি সাধ্যের মধ্যে গাড়ি লঞ্চ করার প্রবণতা দেখাচ্ছে। বলা বাহুল্য, আগের তুলনায় এই টাটার গাড়ির বিক্রয় বেড়েছে বহুগুনে।
আপনারা শুনলে অবাক হবেন যে কিছুদিন আগে লঞ্চ করা একটি মিনি এসইউভি গাড়ি আজ কোম্পানির সবচেয়ে বিক্রি হওয়া গাড়ির তালিকায় নাম তুলে নিয়েছে। টাটা মোটরস কোম্পানি বাজেট মূল্যের টাটা পাঞ্চ লঞ্চ করেছিল কিছুদিন আগেই। এখন এই গাড়িটি কোম্পানির সেরা গাড়ির শিরোপা পাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি এই গাড়িটি মাত্র দশ মাসে ১ লাখ ইউনিট এর উপর বেশি বিক্রি হয়েছে। এই গাড়িটিতে একদিকে যেমন রয়েছে চমকপ্রদ সমস্ত ফিচার অন্যদিকে রয়েছে ফাইভ স্টার সেফটি রেটিং। বাজেট মূল্যের গাড়িতে ফাইভ স্টার রেটিং, সত্যিও টাটা মোটরসের কেরামতি মাত্র।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই Tata Punch গাড়িটির এক্স শোরুম মূল্য ৫ লাখ টাকার কাছাকাছি। তবে আপনাকে এমন এক আর্থিক পরিকল্পনার কথা জানাবো যাতে আপনি আপনার মাসিক জমানো পয়সাতেও এই গাড়ি নিয়ে আসতে পারবেন। আপনি যদি ন্যূনতম ডাউন পেমেন্ট হিসেবে ৭৫ হাজার টাকা দেন তাহলে ব্যাংক আপনাকে ৬ লাখ ৭৯ হাজার টাকার লোন দেবে। এবার ঋণ পরিশোধের জন্য প্রতি মাসে আপনাকে ইএমআই দিতে হবে মাত্র ২৫৮৭ টাকা। পাঁচ বছরের মধ্যেই আপনি এই ঋণ পরিশোধ করে নিতে পারবেন। আপনি যদি একটি কম্প্যাক্ট এসইউভি কিনতে চাইছেন তাহলে অবশ্যই Tata Punch এর টেস্ট ড্রাইভ নিয়ে দেখুন।