ভারতের বাজারে মোটরসাইকেলের কোম্পানি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রয়্যাল এনফিল্ড এর। তাঁদের ক্লাসিক ৩৫০ বাইকটি প্রত্যেকের কাছেই একটু আলাদা ধরনের সম্মান পায়। সম্প্রতি বাজাজ এবং ট্র্যাম্প কোম্পানির সাথে প্রতিযোগিতায় নেমে রয়্যাল এনফিল্ড একাধিক নতুন নতুন বাইক লঞ্চ করছে। আর তার মধ্যেই ৩৫০ সিসি সেগমেন্টে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০। এই সেগমেন্টে বাইকটি এখন ভারতীয় বাজারে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছে। সকল বাইকপ্রেমী এই বাইকের উপর মন দিয়ে বসেছেন।
রয়েল এনফিল্ড কোম্পানির কাছে সোনার ডিম পাড়া মুরগি এই হান্টার ৩৫০। গত আগস্ট মাসে এই বাইকের সেল পরিসংখ্যান দেখলে আপনি অবাক হয়ে যেতে পারেন। এমনকি এই বাইক ভারতের বাজারে লঞ্চ হওয়ার পর থেকে গোটা ৩৫০ সি সি সেগমেন্টে মোটরসাইকেল বিক্রি ৬৯.৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর এই পরিসংখ্যানের পিছনে বড় অবদান রয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ এর।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআপনাদের জানিয়ে রাখি কোম্পানি গত ৭ আগস্ট রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ ভারতের বাজারে লঞ্চ করেছিল। এর বুকিং শুরু হয় ওই দিন রাত থেকেই। আপনি শুনলে অবাক হবেন যে এক মাসের কম সময়ের মধ্যে এই বাইকটি দ্বিতীয় সর্বাধিক বিক্রিত ৩৫০ সিসি বাইক হয়ে উঠেছে। এই বাইকের ১৮ হাজার ১৯৭ ইউনিটি বিক্রি হয়েছে। বাইকটির এক্স শোরুম মূল্য ১.৪৯ লাখ টাকা। এটি কোম্পানির অন্যতম একটি সস্তা বাইকের মধ্যে একটি।