Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Creta বা Brezza কে ধ্বংস করতে পারে Mahindra কোম্পানির এই গাড়ি, থাকবে শক্তিশালী ইঞ্জিন, জেনে নিন দাম ও ফিচার

ভারতের বাজারে বেশ কয়েকটি অটোমেকার কোম্পানি সম্প্রতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে। দেশীয় কোম্পানি টাটা এর প্রত্যেকটি গাড়ি আজকাল কমবয়স্কদের ব্যাপক পছন্দ হচ্ছে। তবে সাবকম্প্যাক্ট SUV সেগমেন্টে যেই কোম্পানির গাড়ি ব্যাপক…

Avatar

ভারতের বাজারে বেশ কয়েকটি অটোমেকার কোম্পানি সম্প্রতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে। দেশীয় কোম্পানি টাটা এর প্রত্যেকটি গাড়ি আজকাল কমবয়স্কদের ব্যাপক পছন্দ হচ্ছে। তবে সাবকম্প্যাক্ট SUV সেগমেন্টে যেই কোম্পানির গাড়ি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে তা হলো Mahindra। তাঁদের XUV লাইনআপ দেশীয় মার্কেটে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কিছুদিনের মধ্যেই Mahindra এমন একটি গাড়ি লঞ্চ করেছে যাতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন এবং সেইসাথে অনেক অত্যাধুনিক ফিচার। এই গাড়ি রীতিমত বাজেট রেঞ্জে ক্রেটা বা ব্রেজাকে ধ্বংস করে দিতে পারে।

Mahindra ভারতীয় মার্কেটে XUV300 Turbosport লঞ্চ করতে চলেছে। এই SUV সম্পর্কে বিস্তারিত না জানা গেলেও, জানা গেছে যে এতে অনেক কসমেটিক পরিবর্তন হবে। এই গাড়িতে নতুন স্টাইলের ফ্রন্ট গ্রিল, হেডল্যাম্প ও টেলল্যাম্প দেখা যাবে। ইঞ্জিনের কথা বললে এতে ১.২ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিনের দেখা মিলবে। এই ইঞ্জিন ১৩০ps পাওয়ার ও ২৩০ Nm পিক টর্ক জেনারেট করতে পারে৷ এতে ৬ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স দেখা যাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গাড়ির ফিচারের কথা বললে এতে ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, রেইন সেন্সিং ওয়াইপার, স্বয়ংক্রিয় হেডল্যাম্প, ইলেকট্রিক সানরুফ পাওয়া যাবে। এছাড়া এতে রয়েছে ফ্রন্ট পার্কিং সেন্সর, ৬ টি এয়ারব্যাগ, কর্নারিং ব্রেক কন্ট্রোল, ABS, ISOFIX চাইল্ড সিট মাউন্টের মতো নিরাপত্তা বৈশিষ্ট্য। এই গাড়ির তিনটি ভ্যারিয়েন্ট আনছে কোম্পানি। আশা করা হচ্ছে এই গাড়িটি ১০ লাখের এক্স শোরুম মূল্যে লঞ্চ করবে।

About Author