Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শিবরাত্রিতে ১৫০ লিটার দুধ বাঁচিয়ে অনুন্নত বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করল এক ছাত্র

শ্রেয়া চ্যাটার্জি : ২৪ বছর বয়সী কারান গোয়েল এর। যিনি মিরাট এর বাসিন্দা। যিনি একটি অভূতপূর্ব জিনিস তৈরি করেছেন। শিবরাত্রি উপলক্ষে আমরা কতই না দুধ খালি শিব লিঙ্গের উপর। আমরা…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি : ২৪ বছর বয়সী কারান গোয়েল এর। যিনি মিরাট এর বাসিন্দা। যিনি একটি অভূতপূর্ব জিনিস তৈরি করেছেন। শিবরাত্রি উপলক্ষে আমরা কতই না দুধ খালি শিব লিঙ্গের উপর। আমরা মনে মনে পূন্য করতে চাই। শিব লিঙ্গের উপর দুধ ঢেলে, আমরা শিবকে সন্তুষ্ট করতে চাই, কিন্তু কত বাচ্চাই তো রাস্তায় পড়ে খাবারের জন্য কাঁদে একবারও কি আমরা ভেবে দেখি সেই বাচ্চাদের কথা? মাটির শিবলিঙ্গ কে সন্তুষ্ট করার আমাদের প্রবল ইচ্ছা। আর রাস্তার ধারে দুই ধারে শুয়ে থাকা বাচ্চা গুলি যে একটুখানি খাবার এর আশায় কাঁদতে থাকে, তাদের কান্না বোধহয় আমাদের কান পর্যন্ত এসে পৌঁছায় না। কিন্তু না একজনের কানে পৌঁছেছে। তিনি আর কেউ না তিনি হলেন মিরাটের বাসিন্দা কারান গোয়েল।

তিনি এমন একটি ব্যবস্থা করেছেন যেখানে শিব লিঙ্গের মাথায় দুধ ঢালা হবে, আবার সেই দুধ টা খাওয়ানো হবে কোন বুভুক্ষু বা অসুস্থ বাচ্চাকে। মিরাটের বিলেশ্বর নাথ মন্দিরে এমন ব্যবস্থা করা হয়েছে। যেখান থেকে প্রায় ১৫০ লিটারের মত দুধ খাওয়ানো হবে অনুন্নত বাচ্চাদের। শিবলিঙ্গের ওপরে একটি কলসি রাখা থাকবে, সেই কলসিতে ভক্তরা দুধ ঢালবেন, একই সাথে দুটি ফুটো থাকবে, এই কলসি প্রায় ৭ লিটার দুধ ধারণ করতে পারবে। এই কলসি থেকে ১ লিটার দুধ চুইয়ে চুইয়ে শিবের মাথায় ফোঁটা ফোঁটা হয়ে পড়বে, বাকি ৬ লিটার দুধ যা গিয়ে পড়বে অন্য একটি পাত্রে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
আরও পড়ুন : বেলুড় মঠে পালিত হচ্ছে শিবরাত্রি, দেখুন সেই ভিডিও

অসাধারণ এই ভাবনাকে স্যালুট জানাতে হয়, এবং ভবিষ্যতে তাকে দেখে উদ্বুদ্ধ হয়, তার জায়গাতে যেন আরো অনেকে এগিয়ে আসে, এটাই আমরা চাই। আর সে দিক থেকে দেখতে গেলে, বিবেকানন্দ বহুদিন আগেই বলে গেছেন ‘জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর’।

About Author