টেক বার্তা

নয়া লুকে Honda Shine কে টেক্কা দিচ্ছে Bajaj এর এই বাইক, জানুন গাড়িটির দাম

বাজেট মূল্যের বাইকের চাহিদা ব্যাপক এই দেশে

×
Advertisement

ভারতে বাজেট মূল্যের বাইকের বাজার আজকাল ব্যাপক চাহিদায় রয়েছে। বেশ কয়েকটি কোম্পানি প্রায় কিছুদিন অন্তর অন্তর বাজেট মূল্যের ব্যাপক বাইক সামনে আনছে। তবে এই মার্কেটে একাধিকত্ব বিস্তার করে রেখেছিল হিরো কোম্পানির একটি বাইক। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন কোন বাইকের কথা বলা হচ্ছে। হিরো স্প্লেন্ডার ছিল বাজেট মূল্যের বাইকের রাজা। তবে এখন সেই জায়গায় প্রতিযোগিতায় এসেছে বাজাজ প্লাটিনা। এই বাইকটিতে একদিকে যেমন রয়েছে শক্তিশালী ইঞ্জিন, ঠিক তেমনই অন্যদিকে বাইকটি ব্যাপক মাইলেজ দেয়। কি কি স্পেসিফিকেশন রয়েছে এই বাইকে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisements
Advertisement

বাজাজ প্ল্যাটিনা বাইকটি দুটি পাওয়ার ভ্যারিয়েন্ট এ পাওয়া যায়। একটি হল ১১০ সিসি ও অন্যটি হল ১০০ সিসি ইঞ্জিন অপশনে। Bajaj Auto সম্প্রতি নতুন Platina 110 ABS লঞ্চ করেছে। এর প্রারম্ভিক মূল্য ৭২,২২৪ টাকা। এটি ১১০ সিসি সেগমেন্টের প্রথম এবং একমাত্র মোটরসাইকেল যা একটি একক-চ্যানেল ABS বৈশিষ্ট্যসহ আসে। তবে এই কোম্পানির Platina 100 সবচেয়ে বেশি বিক্রি হয়।

Advertisements

এই ১০০ সিসি বাজাজ প্ল্যাটিনা বেশ সস্তা। এই বাইকে ১০২ সিসি ৪ স্ট্রোক, DTS i, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এটি ৭৫০০ rpm এ ৭.৯ PS পাওয়ার ও ৫৫০০ rpm এ ৮.৩ Nm টর্ক উৎপন্ন করে। এতে ১১ লিটারের একটি পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই বাজেট মূল্যের বাইক টেক্কা দিচ্ছে Honda Shine কেও। আপনি যদি বাজেট মূল্যের বাইক কিনতে চান তাহলে Bajaj Platina সিরিজের বাইক আপনার জন্য পারফেক্ট হবে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button