সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে দীক্ষা পান্ডে নামের এক ডিজিটাল ক্রিয়েটরকে দেখা গিয়েছে। তিনি প্রায়ই নিজের বানানো রিল ভিডিওর সূত্র ধরে চর্চিত হতে থাকেন। নেটদুনিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত হাতে গোনা নয়। সাম্প্রতিক এই ঝলকে দীক্ষাকে অলকা ইয়াগ্নিক ও বাবুল সুপ্রিয়র গাওয়া অন্যতম হিট গান ‘হামনে তুমকো দিল ইয়ে দে দিয়া’র তালেই সাহসী শাড়ি লুকেই দেখা গিয়েছে। খোলা চুলে, এদিন নিউড মেকাপ নিয়েছিলেন তিনি। তার নজরকাড়া হাসি ঘায়েল করেছে তার ভক্তমহলের একাংশকে। হৃদয় ও আগুনের ইমোজিতে তার কমেন্টবক্স ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরাও। এই মুহূর্তে দীক্ষা বলিউডের হিট ‘গুণা’ ছবির গানের তালে তাল মিলিয়েই নেটজনতার একাংশের মাঝে চর্চার আলো কেড়েছেন।সোশ্যাল মিডিয়ার পাতায় প্রতিনিয়ত কোন না কোন ঝলক নেটনাগরিকদের দৃষ্টি আকর্ষণ করতেই থাকে। যদি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হওয়া কোন দৃশ্য নেটজনতার দৃষ্টি আকর্ষণ করে তাদের ধরে রাখতে পারে, তবে তা ভাইরাল হতে বাধ্য। তবে নেটনাগরিকরাও রীতিমতো মুখিয়ে থাকেন বিভিন্ন বিনোদনমূলক ঝলকের আশায়। আর এক্ষেত্রে নিরাশ হন না তারা। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গ আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।
VIRAL: নজরকাড়া এক্সপ্রেশনেই ঘায়েল করলেন এই সুন্দরী বৌদি, লোকেরা দেখেই ‘উফ’ বলছেন
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া, আজকের প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এই সোশ্যাল মিডিয়াই উপার্জনের মাধ্যমও বর্তমান প্রজন্মের কাছে। অবশ্য তার হাজারো প্রমাণ রয়েছে এই নেটদুনিয়াতেই। কেউ…

আরও পড়ুন