Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এখনও মনে সৌরভ, ‘জীবনে কিছু মানুষকে ভোলা অসম্ভব’ – বললেন মশগুল নাগমা

সম্ভবত, 'জুলি-২' সিনেমাটি নাগমা'কে(Nagma)কেন্দ্র করেই তৈরি হয়। এই এক অভিনেত্রী যিনি যথেষ্ট সুন্দরী ও সফল হওয়ার পরেও বিয়ের পিঁড়িতে বসেননি। এখনও নাগমার ম্যারিটিয়াল স্ট্যাটাস সিঙ্গেল। বিয়ে না করলেও অভিনেত্রী কিন্তু…

Avatar

সম্ভবত, ‘জুলি-২’ সিনেমাটি নাগমা’কে(Nagma)কেন্দ্র করেই তৈরি হয়। এই এক অভিনেত্রী যিনি যথেষ্ট সুন্দরী ও সফল হওয়ার পরেও বিয়ের পিঁড়িতে বসেননি। এখনও নাগমার ম্যারিটিয়াল স্ট্যাটাস সিঙ্গেল। বিয়ে না করলেও অভিনেত্রী কিন্তু বহু বিবাহিত পুরুষের প্রেমে পড়েছেন বলে গুঞ্জন রয়েছে।

আজকাল নয়, অনেক আগে থেকেই একটা ট্রেন্ড চলে আসছে যে বিবাহিত পুরুষ কিংবা নারীর প্রেমে পড়লে রসায়ন জোরদার হয়। কথাটা কতটা সত্যি মিথ্যা জানা নেই, তবে এমনও অনেক পুরুষ ও মহিলা আছেন যারা বিবাহিতদের প্রতি বেশি আগ্রহ দেখান। সেরকমই অভিনেত্রী নাগমা নাকি বহুবার বিবাহিত পুরুষের প্রেমে জড়িয়ে ছিলেন বলে গুঞ্জন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মহারাজ বা দাদার প্রেমে নাকি একসময় হাবুডুবু খেতেন নাগমা। যদিও সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) কখনোই তার ও নাগমার সম্পর্ক নিয়ে কোনো কথা প্রকাশ করেননি। কিন্তু, অতীতের এক সাক্ষাৎকারে নাগমা সৌরভের নাম না নিয়েই বলেন যে ‘জীবনে কিছু মানুষকে ভোলা অসম্ভব’। সৌরভ প্রসঙ্গে নাগমা এও বলেন যে হাজার হাজার মানুষের মধ্যে একজন মানুষ হঠাৎ খুব বিশেষ হয়ে ওঠে। দুটি জগৎ থেকে আসা দুটি বিখ্যাত মানুষ যখন একে অপরকে ভাল করে চেনেন, পছন্দ করেন, তখন অনেকে অনেক কথা বলেন। পৃথিবী হয়তো দুজন বিখ্যাত মানুষের ঘনিষ্ঠতা পছন্দ করে না। সেটা যেন ধ্বংস ডেকে আনে। আর তাই, সব ছেড়ে দিতে বলা হয়।

শুধু সৌরভ নন, শোনা যায় ভোজপুরি ছবির সুপারস্টার রবি কিষেণ ও মনোজ তিওয়ারির সঙ্গে সম্পর্কে জড়ান নাগমা। এমনকি অভিনেতা ও সাংসদ শরত কুমারের সঙ্গে নিজের নাম জড়িয়ে ফেলেন নাগমা। যদিও কোনো ঘটনার সত্যতা যাচাই করা হয়নি, কারণ সবটাই গুঞ্জন। তবে, সৌরভের সঙ্গে তার গোপন সম্পর্ক এখনও চর্চায় আসে।

About Author