‘জাঞ্জির’ ছবিতে মোনা নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন বিন্দু। ছবিতে মোনা ডার্লিং হিসাবেই ছিলেন তিনি। পরবর্তীকালে দর্শকদের মাঝেও এই নামে পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী। আজও তার সেই চরিত্র দর্শকদের মনে থেকে গিয়েছে। তিনি ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে নেতিবাচক চরিত্রেই বেশি অভিনয় করেছিলেন। ছবিতে অত্যাচারী শাশুড়ি ও খলনায়িকার ভূমিকাতেই বেশি দেখা মিলেছিল তার। পরবর্তীকালে নেতিবাচক চরিত্রে অভিনয় করেই দর্শকমহলে এক বিপুল প্রশংসা পেয়েছিলেন তিনি। পরবর্তীকালে ইন্ডাস্ট্রিতে আইটেম কুইন হিসাবেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ কিছু ভাইরাল হওয়া ছবির সূত্রেই মিডিয়ার পাতায় পুনরায় চর্চার আলো কেড়েছেন অভিনেত্রী বিন্দু।উল্লেখ্য ‘হাওয়াস’, ‘বিবি হো তো অ্যাসি’, ‘কাটি পাতাঙ্গ’, ‘দো রাস্তে’, ‘বানারাসি বাবু’, ‘আসো বানে আঙ্গারে’, ‘পেয়ার ঝুকতা নেহি’, ‘মহা বাদমাস’, ‘জোশিলা’, ‘ইত্তেফাক’, ‘নাতিজা’, ‘প্রেমশাস্ত্র’, ‘নাফরাত’, ‘আনহোনি’, ‘অমর প্রেম’, ‘লাওয়ারিশ’, ‘ম্যা হু না’, ‘দুশমন’, ‘প্রেম রোগ’, ‘বেশারাম’, ‘বন্দনা’র মতো একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি।
নায়িকা হতে এসে হয়েছেন খলনায়িকা, ৮২-তেও নট আউট বলিউডের মোনা ডার্লিং, চিনতে পারছেন এই নায়িকাকে
৮২-তেও নট আউট 'জাঞ্জির' ছবির মোনা ডার্লিং। ৭০-৮০ দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। ১৯৪১ সালের ১৭'ই এপ্রিল গুজরাটে জন্ম হয়েছিল তার। ১৯৬২-তে 'আনপাড়' ছবি দিয়েই অভিনয় জীবন শুরু হয়েছিল…

আরও পড়ুন