Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নায়িকা হতে এসে হয়েছেন খলনায়িকা, ৮২-তেও নট আউট বলিউডের মোনা ডার্লিং, চিনতে পারছেন এই নায়িকাকে

৮২-তেও নট আউট 'জাঞ্জির' ছবির মোনা ডার্লিং। ৭০-৮০ দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। ১৯৪১ সালের ১৭'ই এপ্রিল গুজরাটে জন্ম হয়েছিল তার। ১৯৬২-তে 'আনপাড়' ছবি দিয়েই অভিনয় জীবন শুরু হয়েছিল…

Avatar

৮২-তেও নট আউট ‘জাঞ্জির’ ছবির মোনা ডার্লিং। ৭০-৮০ দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। ১৯৪১ সালের ১৭’ই এপ্রিল গুজরাটে জন্ম হয়েছিল তার। ১৯৬২-তে ‘আনপাড়’ ছবি দিয়েই অভিনয় জীবন শুরু হয়েছিল তার। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার প্রসঙ্গে কথা বলা হচ্ছে! বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেত্রী বিন্দু। ইন্ডাস্ট্রিতে নায়িকা হতে এসেও খলনায়িকা হিসাবেই বেশি পরিচিতি পেয়েছিলেন তিনি। বর্তমানে পর্দায় সেভাবে আর দেখা মেলে না তার।মাত্র ১৩ বছর বয়সেই নিজের বাবাকে হারিয়েছিলেন অভিনেত্রী। আর তারপর থেকেই নিজের গোটা পরিবারের দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। এরপর সময়ের সাথে সাথে নিজের পাড়ার চম্পকলাল জাভেরির প্রেমে পড়েন অভিনেত্রী। পরবর্তীকালে একে অপরের সাথে বিবাহ বন্ধনেও আবদ্ধ হন তারা। এরপর তিনি যখন নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তখন গোটা ইন্ডাস্ট্রির মানুষ তার মধ্যে অনেক ত্রুটি খুঁজে পেয়েছিলেন। কেউ কেউ স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, তিনি বড়পর্দার অভিনেত্রী হওয়ার যোগ্য নন। একথা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বিন্দু। পরে অবশ্য নেতিবাচক চরিত্রের দিক দিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন অভিনেত্রী।
‘জাঞ্জির’ ছবিতে মোনা নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন বিন্দু। ছবিতে মোনা ডার্লিং হিসাবেই ছিলেন তিনি। পরবর্তীকালে দর্শকদের মাঝেও এই নামে পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী। আজও তার সেই চরিত্র দর্শকদের মনে থেকে গিয়েছে। তিনি ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে নেতিবাচক চরিত্রেই বেশি অভিনয় করেছিলেন। ছবিতে অত্যাচারী শাশুড়ি ও খলনায়িকার ভূমিকাতেই বেশি দেখা মিলেছিল তার। পরবর্তীকালে নেতিবাচক চরিত্রে অভিনয় করেই দর্শকমহলে এক বিপুল প্রশংসা পেয়েছিলেন তিনি। পরবর্তীকালে ইন্ডাস্ট্রিতে আইটেম কুইন হিসাবেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ কিছু ভাইরাল হওয়া ছবির সূত্রেই মিডিয়ার পাতায় পুনরায় চর্চার আলো কেড়েছেন অভিনেত্রী বিন্দু।উল্লেখ্য ‘হাওয়াস’, ‘বিবি হো তো অ্যাসি’, ‘কাটি পাতাঙ্গ’, ‘দো রাস্তে’, ‘বানারাসি বাবু’, ‘আসো বানে আঙ্গারে’, ‘পেয়ার ঝুকতা নেহি’, ‘মহা বাদমাস’, ‘জোশিলা’, ‘ইত্তেফাক’, ‘নাতিজা’, ‘প্রেমশাস্ত্র’, ‘নাফরাত’, ‘আনহোনি’, ‘অমর প্রেম’, ‘লাওয়ারিশ’, ‘ম্যা হু না’, ‘দুশমন’, ‘প্রেম রোগ’, ‘বেশারাম’, ‘বন্দনা’র মতো একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি।
About Author